• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
চীনে বিস্ফোরণে নিহত ২২

ছবি : সংগৃহীত

বিদেশ

চীনে বিস্ফোরণে নিহত ২২

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৯ নভেম্বর ২০১৮

চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে একটি রাসায়নিক কারখানার কাছে বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় গতকাল বুধবার সকালে ঝাংজিয়াকোউ শহরের ওই বিস্ফোরণে আরো ২২ জন গুরুতর আহত হয়েছে। সিনহুয়ার খবর।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়েছে বিস্ফোরণের পর সৃষ্ট আগুনে ৫০টির মতো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণস্থলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেছে, যেখানে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখার মাত্রা কমে আসার চিত্র দেখা গেছে।

বিস্ফোরণের পর নিকটস্থ হেবেই শেঙ্গুয়া রাসায়নিক কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়। বিস্ফোরণটি ওই কারখানায় হয়নি বলে শেঙ্গুয়ার স্বত্বাধিকারী কোম্পানি ক্যামচায়নার এক মুখপাত্র নিশ্চিত করেছেন। কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানাতে পারেননি। বিস্ফোরণস্থলের সব আগুন নিভিয়ে ফেলা হয়েছে, বলেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

বেইজিংয়ের ১৫৬ কিলোমিটার উত্তরপশ্চিমের শহর ঝাংজিয়াকোউতেও ২০০২ সালের শীতকালীন অলিম্পিক হয়েছিল। সম্প্রতি বছরগুলোতে চীনের বিভিন্ন কারখানায় অগ্নিকাণ্ড ও খনি দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনকহারে বেড়ে গেছে। ২০১৫ সালের আগস্টে বন্দরনগরী তিয়ানজিনের একটি রাসায়নিক ওয়ারহাউজে বিস্ফোরণের ঘটনায় ১৬৫ জন নিহত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads