• রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪২৯
মালয়েশিয়ায় নির্বাচন প্রস্ততি সভা অনুষ্ঠিত

কুয়ালালামপুর কোতারায়া বাংলা মার্কেটের একটি রেষ্টুরেন্টে নির্বাচন প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।

ছবি : বাংলাদেশের খবর

প্রবাস

মালয়েশিয়ায় নির্বাচন প্রস্ততি সভা অনুষ্ঠিত

  • আশরাফুল মামুন
  • প্রকাশিত ২৯ নভেম্বর ২০১৮

বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালয়েশিয়া শাখার উদ্যেগে পরিচিত ও নির্বাচন প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যা ৭ টায় কুয়ালালামপুর কোতারায়া বাংলা মার্কেটের একটি রেষ্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

নির্বাচন প্রস্ততির ব্যাপারে বক্তারা বলেন, সকল ষড়যন্ত্র নস্যাৎ করে প্রধানমন্ত্রীর সরকার কে টানা তৃতীয় বার নির্বাচিত করতে সকল প্রবাসীগন ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে এবং বাংলাদেশের ৩শ আসনেই প্রবাসীদের আত্বীয় স্বজন ও ভোটার রয়েছে তাই নির্বাচনের আগে সবাই কে ছুটি নিয়ে দেশে গিয়ে একাদশ সংসদ নির্বাচনে অংশ্রগ্রহন করার স্বীদ্ধান্ত নেওয়া হয়। বক্তারা আরো বলেন দল যাকেই মনোনয়ন দিবে দলমত নির্বিশেষে দেশ ও জাতির স্বার্থে তার পক্ষেই কাজ করতে হবে আর যদি নির্বাচনের আগে কেউ ছুটিতে সম্ভব না হয় তাহলে এখান থেকেই শেখ হাসিনার পক্ষে জনমত তৈরীর আহব্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংঘটনটির সাধারন সম্পাদক মোঃ ইলিয়াস হোসেনের সঞ্চালনায় এসএম আনোয়ার হোসেন শুভ এর সভাপতিত্বে সভায় প্রধান অথিতি ছিলেন মালয়েশিয়া আওয়ামীলীগের আহ্বায়ক জনাব রেজাউল করিম রেজা। উক্ত পরিচিতি ও নির্বাচন প্রস্ততি সভায় বক্তব্য রাখেন, মোঃ অহিদুর রহমান, রাশেদ বাদল, এম রায়হান কবির, রুপম রহমান প্রমুখ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads