• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
মারা গেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র

জর্জ হার্বার্ট ওয়াকার (এইচ ডব্লিউ) বুশ

ছবি : ইন্টারনেট

বিদেশ

মারা গেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০১ ডিসেম্বর ২০১৮

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ হার্বার্ট ওয়াকার (এইচ ডব্লিউ) বুশ মারা গেছেন। গতকাল শুক্রবার রাতে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তার ছেলে আরেক সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সময় শুক্রবার রাত ১০টায় তিনি মারা যান। স্ত্রী বারবারা বুশ মারা যাওয়ার আট মাস পর তার মৃত্যু হল। তিনি পাঁচ সন্তান (একজন বাল্যবয়সেই মারা যায়) এবং ১৪ নাতি-নাতনি রেখে গেছেন।

গত এপ্রিলে সংক্রমণজনিত কারণে সিনিয়র বুশকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে নেওয়া হয়।

তার ছেলে যুক্তরাষ্ট্রের আরেক সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ টুইটারে বলেন, জেব, নেইল, মারভিন ও আমি খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে, ৯৪টি উল্লেখযোগ্য বছর পার করে তিনি মারা গেছেন। আমাদের প্রিয় বাবা আর নেই।

তিনি বলেন, জর্জ এইচ ডব্লিউ বুশ উন্নত চরিত্রের একজন মানুষ ছিলেন। ছেলে ও মেয়েদের জন্য তিনি ছিলেন একজন ভালো ও আদর্শ বাবা।

রিপাবলিকান এ রাজনীতিক সিনিয়র বুশ নামে পরিচিত। তিনি ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের যোদ্ধা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ছিলেন মার্কিন নৌবাহিনীর বিমানচালক। প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের আমলে তিনি ভাইস প্রেসিডেন্ট হন। ১৯৬৪ সালে রাজনীতিতে প্রবেশের পর যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট থাকাকালে রাশিয়ার সাথে কোল্ড ওয়্যার বা স্নায়ু যুদ্ধের অবসানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত জর্জ বুশ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তবে দ্বিতীয়বার প্রতিদ্বন্দ্বিতার সময় ডেমোক্র্যাট বিল ক্লিনটনের কাছে তিনি হেরে যান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads