• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
ব্রিটিশ পাউন্ডের নোটে দেখা যেতে পারে জগদীশ বসুকে

জগদীশ চন্দ্র বসু

ছবি : সংগৃহীত

বিদেশ

ব্রিটিশ পাউন্ডের নোটে দেখা যেতে পারে জগদীশ বসুকে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০২ ডিসেম্বর ২০১৮

যুক্তরাজ্যের ৫০ পাউন্ডের নোটে দেখা যেতে পারে কিংবদন্তি পদার্থবিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুকে। স্টিফেন হকিন্স, অ্যালান টুরিং, আলেকজান্ডার বেল, প্যাট্রিক মুরসহ অন্যদের সঙ্গে তার নামও ব্যাংক অব ইংল্যান্ডের প্রকাশিত এক তালিকায় এসেছে বলে জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া।

ব্রিটিশ রানির বদলে ২০২০ সাল থেকে ছাপা হওয়া ব্রিটিশ ৫০ পাউন্ডের নোটে কোন বিজ্ঞানীর ছবি যাবে, তা ঠিক করতে প্রাথমিকভাবে জনগণের মতামত চেয়েছিল যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক। নভেম্বর থেকে শুরু হওয়া ওই মনোনয়ন পর্বে প্রায় পৌনে দুই লাখ নাম পাওয়া যায়। যাদের মধ্যে এক লাখ ১৪ হাজারই পূরণ করেছে সব শর্ত। গত সপ্তাহে সেখান থেকে ৮০৩ জন বিজ্ঞানীর একটি ছোট তালিকা প্রকাশ করে ব্যাংক অব ইংল্যান্ড। সেই তালিকায় রয়েছে জগদীশ চন্দ্র বসুর নামও।

ব্যাংক অব ইংল্যান্ড জানিয়েছে, প্রাথমিকভাবে তারা যুক্তরাজ্যের বিজ্ঞান চর্চায় গুরুত্বপূর্ণ অবদান আছে এমন মৃত বিজ্ঞানীদের নাম চেয়েছিলেন; ২ নভেম্বর থেকে শুরু হওয়া সে পর্ব চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।

১৮৫৮ সালে বাংলাদেশের বিক্রমপুরে জন্ম নেওয়া এ বিজ্ঞানীই বিশ্বকে প্রথম উদ্ভিদের প্রাণ থাকার কথা জানিয়েছিলেন। বেতার তরঙ্গ উদ্ভাবনেও তার ভূমিকা অনস্বীকার্য। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতক জগদীশ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে প্রকৃতি বিজ্ঞান নিয়েও পড়াশোনা করেছেন। ১৮৮৪ সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজে পদার্থবিদ্যার অধ্যাপক হিসেবে নিযুক্ত হন তিনি। পরে ১৯১৭ সালে প্রতিষ্ঠা করেন বোস ইনস্টিটিউট।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads