• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯
মাতলামির অভিযোগে আটক পেরুর সাবেক প্রেসিডেন্ট

পেরুর সাবেক প্রেসিডেন্ট আলেজান্দ্রো টলেডো

সংগৃহীত ছবি

বিদেশ

মাতলামির অভিযোগে আটক পেরুর সাবেক প্রেসিডেন্ট

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৯ মার্চ ২০১৯

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে পেরুর সাবেক প্রেসিডেন্ট আলেজান্দ্রো টলেডোকে প্রকাশ্যে মাতলামির অভিযোগে অল্প সময়ের জন্য আটক করা হয়। একটি রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।
সোমবার স্থানীয় পুলিশ একথা জানিয়েছে। খবর এএফপি’র।

সান ম্যাটিও কাউন্টি শেরিফ অফিসের নারী মুখপাত্র রোজমেরি ব্ল্যাংকসওয়েড বলেন, টলেডোকে (৭৩) রোববার পালো আলটোর কাছে ওই রেস্তোরায় গ্রেফতার করা হয়। সোমবার ভোরে তাকে ছেড়ে দেওয়া হয়।

ব্রাজিলের নির্মাণকারী প্রতিষ্ঠান ওদেব্রিচট’র সাথে একটি বড় ধরনের দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বিচারের জন্য পেরু কর্তৃপক্ষ টলেডোকে তাদের কাছে হস্তান্তরের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আবেদন জানিয়েছে।

টলেডোর বিরুদ্ধে ব্রাজিলের ওই কোম্পানির কাছ থেকে ২ কোটি মার্কিন ডলার ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। তবে ব্ল্যাংকসওয়েড নিশ্চিত করেছেন যে, টলেডোকে পেরুর কাছে হস্তান্তর করা হবে না।

টলেডো ২০০১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত পেরুর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads