• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
ফিলিপাইনে দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহত ৮

ছবি : সংগৃহীত

বিদেশ

ফিলিপাইনে দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহত ৮

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ২৭ জুলাই ২০১৯

ফিলিপাইনের উত্তরাঞ্চলের বাতানেস প্রদেশে আঘাত হানা ভূমিকম্পে অন্তত ৮ জন নিহত হয়েছেন। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে এই ভূমিকম্প আঘাতে হানে।

ফিলিপাইনভিত্তিক সংবাদমাধ্যম ফিলিপাইন স্টার এক প্রতিবেদনে জানিয়েছে, একঘণ্টার ব্যবধানে দুইবার ভূমিকম্প আঘাত হানে। প্রথম ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে তেমন ক্ষতি না হলেও দ্বিতীয়বার ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ৮ জন নিহত হয়। এছাড়া আহত হয় আরো অন্তত ৬০ জন মানুষ।

ভূমিকম্পে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। এ সম্পর্কে বাতানেস শহরের মেয়র রাউল ডি সাগন বলেন, ভূমিকম্পে কিছু দেয়াল মানুষের ওপর ধসে পড়ে। ঘুমন্ত অবস্থায় ভূমিকম্প হওয়ায় অনেকে নিহত হয়েছেন।

এদিকে ফিলিপাইনের সংবাদমাধ্যম দ্য ফিলিপাইন ডেইলি ইনকোয়ারার-এর বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানায়, এই ভূমিকম্পে ৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৫০ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads