• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
সারাবিশ্বে প্রাণ হারাল ৩০ হাজারেরও বেশী মানুষ

সংগৃহীত ছবি

বিদেশ

করোনা ভাইরাস সংক্রমণ

সারাবিশ্বে প্রাণ হারাল ৩০ হাজারেরও বেশী মানুষ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৯ মার্চ ২০২০

সারাবিশ্বে করোনা ভাইরাসে মৃতেরর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাড়াল ৩০ হাজার ৮৭৯ জনে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী আজ রোববার সকাল ৮টা পর্যন্ত বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে করোনায় আক্রান্ত হয়েছেন ছয় লাখ ৬৩ হাজার ৭৪০ জন। মারা গেছেন ৩০ হাজার ৮৭৯ জন। আক্রান্তদের মধ্যে এক লাখ ৪২ হাজার ১৮৩ জন সুস্থ হয়ে উঠেছেন।

প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের দিক দিয়ে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুধু ইতালিতেই ১০ হাজারের বেশি মানুষ মারা গেছেন। স্পেনে সেই সংখ্যাটা ৫ হাজার পেরিয়েছে।

করোনাভাইরাস সংক্রমণে যুক্তরাজ্যে গতকাল আরও ২৬০ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এক দিনে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়ার ঘটনা এটি। এ নিয়ে যুক্তরাজ্যে মৃতের সংখ্যা এক হাজার ১৯ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ১৭ হাজার ৮৯ জনে দাঁড়িয়েছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন আর স্বাস্থ্যমন্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ রাজপরিবারের উত্তরাধিকার প্রিন্স চার্লসও।

ইউরোপের প্রায় সব দেশে লকডাউন চলছে। যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি মানুষ ঘরবন্দী। এরকম লকডাউন চলছে এশিয়া ও আফ্রিকাসহ অন্যানা মহাদেশেও। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads