• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯
করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে উঠেছেন চার লাখের বেশি মানুষ

সংগৃহীত ছবি

বিদেশ

করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে উঠেছেন চার লাখের বেশি মানুষ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১২ এপ্রিল ২০২০

বেশ কিছু দিন ধরে করোনার বিরূপ প্রভাব মোকাবেলা করতে করতে সবাই যখন হাঁপিয়ে উঠছে ঠিক তখনই খবর এলো আশার বানীর। করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে উঠেছেন চার লাখের বেশি মানুষ।

কয়েক দিন ধরেই করোনাভাইরাসে মৃত্যুর নতুন নতুন রেকর্ড হচ্ছে। তবে এর মধ্যে আশার খবর হলো উল্লেখযোগ্য সংখ্যক আক্রান্ত মানুষ এরই মধ্যে সুস্থ হয়ে উঠছেন।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের প্রায় ১৭ লাখ মানুষ। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে প্রায় চার লাখ মানুষই সুস্থ হয়ে ঘরে ফিরেছে।

ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে থেকে চীনের মূল ভূখণ্ডে সেরে উঠেছেন ৭৭ হাজারের বেশি মানুষ। স্পেনে ৪৩ হাজার ২০৮, ইরানে ২৭ হাজার ৩৯, ইতালিতে ২৪ হাজার ৩৯২, যুক্তরাষ্ট্রে ২১ হাজার ৬৭৪ এবং ফ্রান্সে ১৯ হাজার ৩৩৭ জন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া সুইজারল্যান্ডে আট হাজার ৭০৪ জন, দক্ষিণ কোরিয়ায় ছয় হাজার ৭৭৬, বেলজিয়ামে চার হাজার ১৫৭, অস্ট্রিয়ায় চার হাজার ৪৬, কানাডায় চার হাজার ২৮, তুরস্কে এক হাজার ৫৮২ ও মালয়েশিয়ায় এক হাজার ৩২১ জন সুস্থ হয়ে উঠেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads