• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯
বিশ্বজুড়ে করোনা আক্রান্ত ২০ লাখ ছাড়িয়েছে

সংগৃহীত ছবি

বিদেশ

বিশ্বজুড়ে করোনা আক্রান্ত ২০ লাখ ছাড়িয়েছে

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ১৫ এপ্রিল ২০২০

বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে।

আজ বুধবার সকাল পর্যন্ত ওয়ার্ল্ডো মিটারের সবশেষ আপডেটে এ তথ্য জানা গেছে।

এদিকে আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ২৬ হাজার ৫৫৭ জনের এবং সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৫ হাজার ৯১৭ জন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট ৬ লাখ ৮ হাজার ৫৫৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ২৪ হাজার ৪২৯ জন।

এরপর দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন স্পেনের মানুষ। সেখানে মোট ১ লাখ ৭৪ হাজার ৬০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ১৮ হাজার ২৫৫ জন।

আক্রান্তের সংখ্যায় এর পরের অবস্থানে রয়েছে স্পেন। সেখানে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬০ জন এবং মারা গেছেন ১৮ হাজার ২৫৫ জন।

বাংলাদেশে এ ভাইরাসটি শনাক্ত হয়েছে ১ হাজার ১২ জনের শরীরে এবং মারা গেছেন ৪৬ জন। এছাড়া আক্রান্তদের ৪৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং চিকিৎসাধীন ৯২৪ জন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads