• শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪২৯
বিশ্বে করোনা শনাক্ত রোগী ২০ লাখ ছাড়িয়েছে

প্রতীকী ছবি

বিদেশ

বিশ্বে করোনা শনাক্ত রোগী ২০ লাখ ছাড়িয়েছে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৬ এপ্রিল ২০২০

বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৯৮৪ জন। আর বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১ লাখ ২৮ হাজার ৭১ জন। আজ বুধবার সাড়ে আটটা পর্যন্ত যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে, ১৫ এপ্রিল পর্যন্ত বিশ্বজুড়ে ১৮৫টি দেশ ও অঞ্চলে করোনা সংক্রমিত হয়েছে।এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর প্রাণ হারিয়েছেন প্রায় ১ লাখ ২৭ হাজার জন।

অন্যদিকে সুস্থ হয়ে ঘরে ফিরে ফিরেছেন পোনে পাঁচ লাখেরও বেশি লোক।এ ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। দেশটিতে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৬ লাখ ১৩ হাজার ৮৮৬ জনের শরীরে। অন্যদিকে সেখানে মারা গেছেন ২৬ হাজার ৪৭ জন।

আক্রান্তের দিকে থেকে এর পরের অবস্থানে রয়েছে স্পেন। সেখানে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬০ জন এবং মারা গেছেন ১৮ হাজার ২৫৫ জন।

বাংলাদেশে এ ভাইরাসটি শনাক্ত হয়েছে ১ হাজার ১২ জনের শরীরে এবং মারা গেছেন ৪৬ জন। এছাড়া আক্রান্তদের ৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং চিকিৎসাধীন ৯২৪ জন।
ডিসেম্বরের শেষ দিকে চীন থেকে শুরু হলেও জানুয়ারির শেষে নানা দেশে ছড়িয়ে পড়তে থাকে মহামারি করোনাভাইরাস।

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে করোনা শনাক্ত রোগীর সংখ্যা। তিন মাসের মাথায় ২ এপ্রিল ১০ লাখ ছাড়ায় করোনা শনাক্ত। এরপর ব্যাপক হারে বাড়তে থাকে করোনা শনাক্তের সংখ্যা। এ সময় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত পাওয়া যায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads