• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯
করোনায় আক্রান্ত সাড়ে ২২ লাখ, মৃত্যু দেড় লাখের বেশি

সংগৃহীত ছবি

বিদেশ

করোনায় আক্রান্ত সাড়ে ২২ লাখ, মৃত্যু দেড় লাখের বেশি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৮ এপ্রিল ২০২০

সারা বিশ্বে প্রতিদিন করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। মৃত্যু হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি। গত ২৪ ঘন্টায় বিশ্বে ৮,৬৭২ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাস সংক্রমণে বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন সাড়ে ২২ লক্ষ মানুষ। এরমধ্যে ৫৫ হাজারের বেশি রয়েছেন আশঙ্কাজনক অবস্থায়।

সারা বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১,৫৪,২৫৬ জন ব্যক্তি। কোভিড-১৯ এর সংক্রমণে সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ২২ লক্ষ ৫০ হাজার ৬৬০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪৯৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ লক্ষ ৭১ হাজার ৫৭৩ জন। বর্তমানে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৫ লক্ষ ২৩ হাজার ১৪৬ জন। যাদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন ৫৫,৯৬৩ জন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় আড়াই হাজারের বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (১৫ই এপ্রিল) দেশটিতে মৃত্যু হয় ২,৫৩৫ জনের। এ পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে মোট ৩৭,১৫৪ জনের। আর, সেখানে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ৭ লক্ষ ৯ হাজার ৭৩৫ জন। তবে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০ হাজার ৫১০ জন ব্যক্তি। গত ২৪ ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ১৬৫ জন।

এদিকে, স্পেনে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২০,০০২ জনের। আর, গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬৮৭ জনের। সেখানে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ১ লক্ষ ৯০ হাজার ৮৩৯ জন। মোট সুস্থ হয়েছেন ৭৪ হাজার ৭৯৭ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৯১ জন।

অন্যদিকে, ইতালিতে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫৭৫ জনের। এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২২,৭৪৫ জনের আর আক্রান্ত রোগীর সংখ্যা ১ লক্ষ ৭২ হাজার ৪৩৪ জন। মোট সুস্থ হয়েছেন ৪২ হাজার ৭২৭ জন। আর, গত ২৪ ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৯৩ জন।

তাছাড়া, যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৮৪৭ জন করোনা আক্রান্ত ব্যক্তি আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৫,৫৯৯ জন। এ পর্যন্ত দেশটিতে করোনায় ১৪,৫৭৬ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া, ফ্রান্সে গত ২৪ ঘন্টায় ৭৬১ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ১৮,৬৮১ হন। আর, সেখানে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ১ লক্ষ ৪৭ হাজার ৯৬৯ জন। তবে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ হাজার ৪২০ জন ব্যক্তি। গত ২৪ ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১,৯০৯ জন।

বাংলাদেশে এই ভাইরাসে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৫ জনের। এ নিয়ে দেশে করোনা সংক্রমণের পর থেকে মোট ৭৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, গত ২৪ ঘন্টায় নতুন করে ২৬৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১,৮৩৮ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads