• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
প্রায় ৪ হাজার সৌদি প্রবাসী বাংলাদেশিকে খাদ্য সহায়তা

সংগৃহীত ছবি

প্রবাস

প্রায় ৪ হাজার সৌদি প্রবাসী বাংলাদেশিকে খাদ্য সহায়তা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৪ মে ২০২০

সৌদি আরবে বসবাসরত প্রায় ৪ হাজার অভিবাসী বাংলাদেশিদের জন্য খাদ্য সহায়তা বিতরণ করেছে সরকার।

এ পর্যন্ত দূতাবাসের পক্ষ থেকে প্রায় ২,০০০ অভিবাসী বাংলাদেশিকে এ সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া জেদ্দা কনস্যুলেটের আওতায়ও প্রায় ২,০০০ অভিবাসীকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

দূতাবাস ও কনস্যুলেটের অধীনে অভিবাসীদের জন্য এ সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশি অভিবাসীরা যেন চাকুরীচ্যুত না হন, এ বিষয়ে সৌদি আরবের বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

করোনা প্রাদুর্ভাবের ফলে সৌদি আরবে গত ২৩শে মার্চ থেকে কারফিউ চলমান রয়েছে। এ অবস্থায় প্রবাসীদের অনেকেই আর্থিক সংকটে পড়েছেন। প্রবাসীদের জন্য বাংলাদেশ সরকারের সহায়তার অংশ হিসেবে দূতাবাস ও কনস্যুলেট অভিবাসী বাংলাদেশিদের জন্য ফুড বাস্কেট বিতরণ শুরু করে গত ১৩ই এপ্রিল।

প্রথমদিকে দূতাবাস ও কনস্যুলেটের পক্ষ থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবন ও সাবানসহ ১৫০০ ফুড বাস্কেট বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। চলমান কারফিউ ও চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকায় বিপদগ্রস্ত প্রবাসীদের কাছে বর্তমানে সুপার শপের কুপন মোবাইলে বিতরণ করা হচ্ছে, যা দিয়ে প্রবাসীরা সহজেই নিকটস্থ আউটলেট হতে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে পারবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads