• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
করোনার ভ্যাকসিন উৎপাদন শুরু করেছে রাশিয়া

সংগৃহীত ছবি

বিদেশ

করোনার ভ্যাকসিন উৎপাদন শুরু করেছে রাশিয়া

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ আগস্ট ২০২০

করোনাভাইরাসের বিরুদ্ধে প্রথম ব্যাচের ভ্যাকসিনের উৎপাদন শুরু করেছে রাশিয়া।  

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এক প্রতিবেদনে সিনহুয়া জানায়, গত মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘স্পুনটিক ভি’ নামের করোনাভাইরাসের বিরুদ্ধে বিশ্বের প্রথম ওই ভ্যাকসিনের নিবন্ধন ঘোষণা করেন।

১৯৫৭ সালে মহাকাশে পাঠানো সোভিয়েত ইউনিয়নের প্রথম উপগ্রহের নাম অনুসারে ভ্যাকসিনের নামকরণ করা হয়েছে।

মস্কোর কাছে অবস্থিত গামালিয়া বৈজ্ঞানিক গবেষণা ইনস্টিটিউট এ ভ্যাকসিন তৈরি করেছে।

এই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে সন্দেহ ভিত্তিহীন উল্লেখ করে রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো জানান, রাশিয়ার নাগরিকদের টিকা দেয়ার পরে অন্যান্য দেশগুলেঅকেও এই টিকা সরবরাহ করা হবে।

এখন পর্যন্ত রাশিয়া মোট করোনা আক্রান্ত হয়েছেন ৯ লাখ ১৭ হাজার ৮৮৪ জন এবং মারা গেছেন ১৫ হাজার ৬১৭ জন। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ লাখ ২৯ হাজার ৪১১ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads