• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
কুয়েতে এমপি পাপুলের চার বছরের সাজা

এমপি পাপুল

বিদেশ

কুয়েতে এমপি পাপুলের চার বছরের সাজা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৯ জানুয়ারি ২০২১

লক্ষ্মীপুরের এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের বিরুদ্ধে অর্থ ও মানব পাচারের মামলায় কুয়েতের একটি আদালত চার বছরের কারাদণ্ড দিয়েছে। কুয়েতের আল-কাবাস পত্রিকায় এই খবর প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশের কোন এমপির বিরুদ্ধে এই প্রথম বিদেশে সাজা হওয়ার ঘটনা ঘটলো।

লক্ষ্মীপুর-২ আসনের এই এমপি কাজী শহিদ ইসলাম পাপুলকে কুয়েতের আদালত চার বছরের সশ্রম কারাদণ্ডের সাথে ৫৩ কোটি ১৯ লাখ ৬২ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার কুয়েতের ফৌজদারি আদালত এই রায় দিয়েছে। কুয়েতের পত্রিকায় এই খবর প্রকাশ হয়েছে। বাংলাদেশের একটি কূটনৈতিক সূত্রও তা নিশ্চিত করেছে।
কুয়েতের আদালত বাংলাদেশের এমপি ছাড়াও কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরখাস্ত হওয়া দু'জন কর্মকর্তার চার বছরের সশ্রম কারাদণ্ড এবং জরিমানা করেছে।

অর্থ এবং মানব পাচারের অভিযোগে এমপি কাজী শহিদ ইসলাম পাপুলকে কুয়েতের পুলিশ সেখানে তার বাসা থেকে গ্রেপ্তার করেছে গত বছরের ৬ই জুন।

তিনি ২০১৮ সালে ৩০ শে ডিসেম্বরের নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে এমপি হন। এমপি হওয়ার পর স্বতন্ত্র সংসদ সদস্যের কোটায় তার স্ত্রীকে তিনি এমপি করে আনেন।

বাংলাদেশেও কাজী শহিদ ইসলাম পাপুল এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। জাতীয় সংসদের সরকারি দল আওয়ামী লীগের একজন হুইপ জানিয়েছেন, এই সাজা হওয়ার বিষয়ে সংসদ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তথ্য পেলে এই এমপির সদস্য পদ খারিজের উদ্যোগ নেবে। তবে বিষয়টাতে সাংবিধানিক ব্যাখ্যার প্রয়োজন হতে পারে বলেও তিনি মনে করেন।

তিনি উল্লেখ করেছেন, আইনগত বিতর্ক হলে নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads