• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১১

সংগৃহীত ছবি

বিদেশ

তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১১

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ০৫ মার্চ ২০২১

তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১১ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দু’জন। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী বৃহস্পতিবার এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন। খবর আনাদোলুর এজেন্সির।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বিটলিস প্রদেশের তাতভান জেলায় কেকমেস গ্রামের কাছে এটি বিধ্বস্ত হয়।

পূর্বাঞ্চলীয় প্রদেশ বিংগল থেকে হেলিকপ্টারটি দুপুর ১টা ৫৫ মিনিটে যাত্রা শুরু করেছিল। স্থানীয় সময় দুপুর ২টা ২৫ মিনিটে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কর্তৃপক্ষের। দুর্ঘটনার খবর পেয়ে দুটি সেনা বিমান ও একটি হেলিকপ্টার সেনা সদস্যদের উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে।

১৫ আরোহীর মধ্যে ১১ জন নিহত এবং চারজনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎকরা জানিয়েছেন।

তুর্কি কর্মকর্তারা জনিয়েছেন, ভুক্তভোগীদের মধ্যে নয়জন ঘটনাস্থলেই মারা যান। বাকি দু’জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান। নিহতদের মধ্যে তুর্কি সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ওসমান এরবাসও রয়েছেন।

তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার, স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সয়লু এবং জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads