• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯

বিদেশ

বাংলাদেশসহ ৪ দেশের নাগরিকদের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০২ এপ্রিল ২০২১

করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে বাংলাদেশসহ চারটি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য।

শুক্রবার এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। ফিলিপাইন, পাকিস্তান, কেনিয়া এবং বাংলাদেশ থেকে ভ্রমণ নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছে যুক্তরাজ্য সরকার।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায়, নতুন ভেরিয়েন্টের করোনা বিস্তার রোধে এ ব্যবস্থা গ্রহণ করেছে ইংল্যান্ড। আপাতত এই চার দেশকে 'রেড লিস্ট' রেখেছেন তারা। শুক্রবার ৯ এপ্রিল ভোর ৪ টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানা যায়।

'রেড লিস্ট' এর ব্যাখায় বিবিসি বলছে, এর অর্থ হলো, আগামী ৯ এপ্রিল থেকে এইসব দেশ থেকে কেউ যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবে না।

ব্রিটিশ বা আইরিশ পাসপোর্টধারী বা যুক্তরাজ্যের নাগরিকত্ব প্রাপ্ত ভ্রমণকারীদের ক্ষেত্রে ব্যতিক্রম ব্যবস্থা গ্রহণ করেছে। তবে তাদের যুক্তরাজ্যে প্রবেশের পর নিজ খরচে ১০ দিন সরকার অনুমোদিত হোটেলে ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads