• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯

বিদেশ

ইরাকে করোনা হাসপাতালে আগুন, ২৩ জনের মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত ২৫ এপ্রিল ২০২১

ইরাকের একটি করোনা হাসপাতালে আগুন লেগে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। এতে আরও ডজনখানের মানুষ অগ্নিদগ্ধ হয়েছে। খবর বিবিসির।

শনিবার রাতে রাজধানী বাগদাদের ইবনে খতিব হাসপাতালে ওই দুর্ঘটনা ঘটেছে।

বিভিন্ন গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, একটি অক্সিজেন ট্যাঙ্কারে বিস্ফোরণ থেকেই আগুন লেগে যায়।

ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি এই ঘটনাটিকে "মর্মান্তিক দুর্ঘটনা" উল্লেখ করে এই দুর্ঘটনার তদন্ত করার আহ্বান জানিয়েছেন।

দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান মেজর জেনারেল কাধিম বোহান রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে আগুন লাগার ঘটনা ঘটেছে।

তিনি জানান, উদ্ধারকর্মীরা ১২০ জন রোগীর মধ্যে ৯০ জন এবং তাদের স্বজনদের উদ্ধার করতে পেরেছেন। কমপক্ষে ৩০ জন রোগী ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads