• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯

বিদেশ

‘ঘরের শত্রুকে’ হারিয়ে নন্দীগ্রামে জিতলেন মমতা

  • প্রকাশিত ০২ মে ২০২১

নন্দীগ্রামে শেষ পর্যন্ত মমতা ব্যানার্জিই জয়লাভ করেছেন। তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারীকে ১২০১ ভোটে হারিয়েছেন তিনি।

এই শুভেন্দুকে তৃণমূলের কর্মীরা ‘ঘরের শত্রু বিভীষণ’ বলছিলেন। গত বছর ডিসেম্বরে তিনি মমতার সঙ্গ ত্যাগ করে প্রতিপক্ষ শিবিরে যোগ দেন।

তার পর লাগাতার মমতা ও তার ভাইপো (ভাতিজা) অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যান তিনি। সেই তুলনায় তৃণমূল অনেকটাই স্তিমিত ছিল। তবে অধিকারীদের সঙ্গে সম্পর্কের শেষ পেরেক ঢুকে দেন মমতাই। নন্দীগ্রামে দাড়িয়ে ঘোষণা করেন, সেখান থেকেই ভোটে লড়বেন তিনি।

তার পরই লড়াইয়ে পশ্চিমবঙ্গের রাজনীতির যাবতীয় সমীকরণ উল্টে যায়। ১০ মার্চ আনুষ্ঠানিকভাবে নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন মমতা। ওই দিনই নন্দীগ্রামে আঘাত পান মমতা।

এর দু’দিন পর, ১২ মার্চ নন্দীগ্রাম থেকে বিজেপির হয়ে মনোনয়ন জমা দেন শুভেন্দু। তার পর থেকে বিজেপির হেভিওয়েট নেতারা শুভেন্দুর হয়ে সেখানে সভা করে এসেছেন। সেই তুলনায় নন্দীগ্রামে তৃণমূলের সভা ছিল মমতা-সর্বস্বই। তবে সেখানে জেতা নিয়ে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন মমতা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads