• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯

বিদেশ

ভারতে করোনায় মৃত্যু আড়াই লাখ ছাড়ালো

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১১ মে ২০২১

করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারতে করোনায় মৃতের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়ে গেছে। সংক্রমিত হয়েছেন প্রায় ২ কোটি ৩০ লাখ মানুষ।

ওয়ার্ল্ডো মিটারের মঙ্গলবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৩ লাখ ২৯ হাজার ৫১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৩ হাজার ৮৭৯ জন।

এ নিয়ে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটিতে করোনা সংক্রমণ ২ কোটি ২৯ লাখ ৯১ হাজার ৯২৭ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৫০ হাজার ২৫ জন।

করোনার বৈশ্বিক সংক্রমণে ভারতের অবস্থান দ্বিতীয়। আর মৃত্যুর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশটি।

এদিকে অক্সিজেনের অভাবে সোমবার ১১ জন কভিড রোগীর মৃত্যু হয়েছে অন্ধ্রপ্রদেশের তিরুপতির শ্রীভেঙ্কটেশ্বর রামনারায়ণ রুইয়া সরকারি হাসপাতালে।

আনন্দবাজার জানায়, অক্সিজেনের সরবরাহে সমস্যা হয়েছিল। তাই আইসিইউ-তে থাকা রোগীরা বেশ কিছুক্ষণ প্রয়োজনীয় অক্সিজেন পাননি। তার জেরেই এই ১১ জনের মৃত্যু হয়।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতায় কার্যত ভেঙে পড়ে ভারতের চিকিৎসা ব্যবস্থা। অক্সিজেনের অভাবে বহু রোগীর মৃত্যু হয়েছে। দেশটিতে দেখা দিয়েছে টিকা সংকটও।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads