• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

বিদেশ

পৃথিবীর তৃতীয় বৃহত্তম হীরাখণ্ড মিললো বতসোয়ানায়

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ জুন ২০২১

আফ্রিকা মহাদেশের বতসোয়ানায় পাওয়া গেছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম হীরা। হীরাটির ওজন ১ হাজার ৯৮ ক্যারেট। গত দুই সপ্তাহ আগে হীরাটি উত্তোলন করে দেভসোয়ানা নামের একটি প্রতিষ্ঠান। হীরাটি উত্তোলনের পরই দেশটির প্রেসিডেন্ট মোকগোয়েতসি মাসিসিকে দেখানো হয়।

২০১৫ সালের পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হীরার সন্ধান এই বসতোনায়ই পাওয়া যায়। আফ্রিকার মধ্যে সবচেয়ে বেশি হীরা উৎপাদন হয় এ বতসোয়ানায়।

১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকার একটি খনি থেকে বিশ্বের সবচেয়ে বড় হীরা উত্তোলন করা হয়েছিল। ‘কুল্লিনান’ নামের ওই হীরার ওজন ছিল ৩ হাজার ১০৬ ক্যারেট।

দেভসোয়ানার অর্ধশতকের বেশি সময়ের ইতিহাসে নতুন হীরাটি সবচেয়ে বড় বলে জানালেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক লিনেথ আর্মস্ট্রং।

বতসোয়ানা সরকার ও ডায়মন্ড জায়ান্ট ডি বিয়ার্সের যৌথ উদ্যোগ হিসেবে পরিচালিত হয় দেভসোয়ানা। অর্জিত অর্থে ৮০ শতাংশই লভ্যাংশ, রয়্যালটি ও কর বাবদ দেশটি পায়।

বতসোয়ানার খনিজসম্পদ মন্ত্রী লেফোকো মোয়াগি জানান, গত বছর করোনা মহামারি শুরু হলে হীরা বিক্রি কমে যায়। এই মুহূর্তে নতুন হীরা খুঁজে পাওয়ার খবরটি সবচেয়ে আনন্দের। সূত্র: বিবিসি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads