• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯

বিদেশ

লেবাননে নতুন সরকার ঘোষণা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১১ সেপ্টেম্বর ২০২১

লেবাননের নতুন সরকার ঘোষণা করা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

স্থানীয় সময় শুক্রবার দেশটির প্রেসিডেন্ট মিশেল আউন এ সরকার ঘোষণা করেন।

রাজধানী বৈরুতে বিস্ফোরণের জেরে সরকার পতনের প্রায় এক বছর পর দেশটিতে নতুন সরকারে ঘোষণা এলো। নতুন এ সরকারে প্রধানমন্ত্রী হয়েছেন নাজিব মিকাতি।

সরকার ঘোষণার পর রাষ্ট্রপতি ও নতুন প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এ সংক্রান্ত ডিক্রিতে সই করেন। এসময় দেশটির সংসদের স্পিকার নাবি বেরিও উপস্থিত ছিলেন।

দেশটির বৈরুতে রাসায়নিক গুদামে ভয়াবহ বিস্ফোরণের জেরে সরকার পতন হয়। এরপর থেকে সেখানে রাজনৈতিক ও প্রশাসনিক অচলাবস্থার সৃষ্টি হয়।

নতুন সরকার গঠনের মধ্য দিয়ে সেই অচলাবস্থার অবসান হলো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads