• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯

বাংলাদেশ

পদ্মাসেতু

চার মাস পর বসল দ্বিতীয় স্প্যান   

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ জানুয়ারি ২০১৮

পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানোর প্রায় চার মাস পর দ্বিতীয়টি বসল। দু’দফা পেছানোর পর রোববার সকাল ৬টা থেকে স্প্যানটি স্থাপনের কাজ শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে ভাসমান ক্রেন স্প্যানটিকে পিলারের ওপরে তোলে।স্প্যানটি বসায় পদ্মা সেতুর ৩০০ মিটার অংশ দৃশ্যমান হয়েছে।  

শনিবার থেকে স্প্যানটি খুঁটিতে বসানোর কাজ শুরু হলেও সন্ধ্যা ঘনিয়ে যাওয়ায় বসানোর কাজ স্থগিত রাখা হয়।

দায়িত্বশীল প্রকৌশলীরা জানিয়েছেন, ১৫০ মিটার দৈর্ঘ্য ও ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি বসার পর পদ্মা সেতু এখন ৩০০ মিটার দৃশ্যমান হচ্ছে।


প্রথম স্প্যানটি বসেছিল গত ৩০ সেপ্টেম্বর। তাই প্রায় ৪ মাস পর দ্বিতীয় স্প্যান বসলো। তবে এখন থেকে প্রতিমাসেই একাধিক স্প্যান বসানো সম্ভব হবে বলে দায়িত্বশীলরা মনে করছেন।

 
তবে এবারে স্প্যান বসানো নিয়ে কোন আনুষ্ঠানিকতা ছিল না। কোন সংবাদকর্মীকেও সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি।

শনিবার স্প্যান বহনকারী ক্রেনের জাহাজটি খুঁটি থেকে মাত্র ২০০ ফুট দূরে অবস্থান করে।

স্প্যান বসনোর কাজে দায়িত্বরত সার্ভেয়ার মীর ফারুক হোসেন সিএসসি বলেন, ৩ হাজার ৬০০ টন ধারণক্ষমতার ভাসমান ক্রেনের জাহাজ ‘তিয়ান ইয়াহাও’ প্যানটিকে পাঁজা করে ধরে খুঁটি দুটোর ওপর বসিয়ে দেয়। স্প্যানটি বসানোর আগে ওয়েট টেস্ট, বেজ প্লেট, দৈর্ঘ, পাইল পজিশন, টায়াল লোড টেস্ট, মেজারমেন্টসহ যাবতীয় আনুষঙ্গিক কিছু পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করা হয়।

মীর ফারুক হোসেন জানান, স্প্যানটি শনিবার বসানোর কথা থাকলেও তা খুঁটির কাছে পৌঁছতে পৌঁছতে দিনের আলো শেষ হয়ে যায়। আর স্প্যান বসানোর পরেও অনেক কাজ থাকে যা রাতে করা সম্ভব নয় বিধায় রোববার  বসানো হলো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads