• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯

প্রভাবশালী ১০০ ব্যক্তিত্বের মধ্যে আছেন শেখ হাসিনা

ফাইল ফটো

বাংলাদেশ

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় শেখ হাসিনা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২০ এপ্রিল ২০১৮

যুক্তরাষ্ট্রভিত্তিক টাইম ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তিত্বের মধ্যে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তালিকাটি বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে।  এ তালিকায় নেতা ক্যাটাগরিতে শেখ হাসিনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিন পিং, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও  উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনেরও নাম রয়েছে।

তবে তালিকার এ ক্যাটাগরিতে প্রিন্স হ্যারি ও তার হবু বধূ মেগান মার্কলের নাম থাকলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেই। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে সেখানে লেখা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেওয়া বাবার উত্তরাধিকার বয়ে চলা হাসিনা কখনও সংগ্রামকে ভয় পান না।

এতে বলা হয়, এর আগে বাংলাদেশ এভাবে শরণার্থীদের ঠাঁই না দিলেও ‘জাতিগত নিধনের’ শিকার রোহিঙ্গাদের থেকে শেখ হাসিনা মুখ ফিরিয়ে নেননি। এর আগেও মিয়ানমারের রাখাইনে জাতিগত নিপীড়নের শিকার রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোয় শেখ হাসিনার প্রশংসা হয়েছিল ফোর্বস ম্যাগাজিন থেকেও। 

টাইম ম্যাগাজিনের তালিকায় প্রভাবশালীদের মধ্যে আরো আছেন-মার্কিন অভিনেত্রী-সংগীতশিল্পী জেনিফার লোপেজ, বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান, যুক্তরাষ্ট্রের প্রখ্যাত টিভি ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রে, টেনিস তারকা সুইজারল্যান্ডের রজার ফেদেরার, ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads