• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯

বাংলাদেশ

পাবনায় বিদ্যালয়ের দেয়াল ধসে পাঁচ শিক্ষার্থী আহত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২১ এপ্রিল ২০১৮

পাবনা পৌর এলাকায় বিদ্যালয়ের সীমানা দেয়াল ধসে পাঁচ শিশুশিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ প্রসঙ্গে সদর থানার ওসি ওবায়দুল হক জানান, শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে চারজনকে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পর সেখান থেকে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই দুর্ঘটনায় আহত শিক্ষার্থীরা হচ্ছে - শিবরামপুর এলাকার আইয়ুব আলীর মেয়ে আফরিন, আফসানা, আমিন উদ্দিনের ছেলে আল আমিন ও মানিক রতনের ছেলে ইসমাইল। আহত আফরিন ও আফসানা দ্বিতীয় শ্রেণির আর আল আমিন ও ইসমাইল শিশু শ্রেণির ছাত্র। এর মধ্যে রাজশাহী পাঠানো হয়েছে আফরিন ও ইসমাইলকে।

ওসি ওবায়দুল আরো জানান, বিদ্যালয়ে সংস্কারকাজের জন্য দেয়ালঘেঁষে বালুসহ নির্মাণসামগ্রী রেখেছে ঠিকাদার প্রতিষ্ঠান। শনিবার সকাল ১০টার দিকে দেয়ালের পাশে শিক্ষার্থীরা খেলাধুলা করার সময় হঠাৎ দেয়াল ধসে পড়ে। এতে ওই পাঁচ শিক্ষার্থী আহত হয়। দুর্ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসী ঠিকাদার প্রতিষ্ঠানকে দায়ী করছে।

ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা স্কুলের সামনে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধের চেষ্টা করে। এতে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে তাদের হটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রধান শিক্ষক এনামুল হক সিদ্দিকী জানান, ঠিকাদার প্রতিষ্ঠানের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

জেলা প্রশাসক জসিম উদ্দিন দুর্ঘটনার পর হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিয়েছেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম ও অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসও হাসপাতালে যান। জেলা প্রশাসক জানান, খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads