• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯

ছবি : সংগৃহীত

বাংলাদেশ

বাধা পেলে বৃহত্তর আন্দোলনের হুমকি

রোজার আগে ফের ফুটপাথে বসতে চান না.গঞ্জের হকাররা

  • নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ এপ্রিল ২০১৮

তিন মাস চুপচাপ থাকার পর আবারো নারায়ণগঞ্জ শহরের ফুটপাথে দোকান বসানোর দাবিতে মাঠে নেমেছেন হকাররা। আসন্ন রোজার আগেই ফুটপাথে বসতে চান তারা। আগামী ১ মে থেকে ফুটপাথে বসার অনুমতি না দিলে বৃহত্তর আন্দোলনের ঘোষণাও এসেছে হকারদের কাছ থেকে। রোববার দুপুরে শহরে মিছিল ও সমাবেশ করে ওই ঘোষণা দেন হকার নেতারা।

বছরের ২৫ ডিসেম্বর থেকে নারায়ণগঞ্জ শহরের ফুটপাথ হকারমুক্ত রেখেছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এর প্রতিবাদে দোকান বসানোর দাবিতে টানা আন্দোলন করেন হকাররা। আন্দোলনের একপর্যায়ে ১৬ জানুয়ারি ফুটপাথ হকারমুক্ত রাখার পক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর নেতৃত্বে পদযাত্রায় হামলা চালায় তারা। এ সময় আইভী সমর্থকদের সঙ্গে হকারদের ব্যাপক সংঘর্ষ হয়। প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিতেও দেখা যায়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধশত জন আহত হয়। পরে স্থানীয় এমপি সেলিম ওসমানও হকারদের ফুটপাথে না বসার পক্ষে অবস্থান নেন। সংঘর্ষের আগের দিন সমাবেশ করে সংসদ সদস্য শামীম ওসমান পুনর্বাসন না হওয়া পর্যন্ত হকারদের ফুটপাথে বসতে দেওয়ার দাবি জানান। ওই সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ হলেও পুলিশ মামলা নেয়নি। বরং পুলিশ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করে।

১৬ জানুয়ারির পর থেকে হকারমুক্ত ছিল শহরের বঙ্গবন্ধু সড়ক। রোববার দুপুরে শহরে হঠাৎ মিছিল বের করেন হকাররা। শহরের চাষাঢ়া শহীদ মিনারে সমাবেশ শেষে বের হওয়া মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, হকার সংগ্রাম পরিষদের সভাপতি আসাদুল ইসলাম আসাদ ও হকার্স লীগের সভাপতি আবদুর রহিম মুন্সি।

সমাবেশে বক্তারা বলেন, আমাদের ওপর অনেক অত্যাচার-নির্যাতন চলছে। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে।

তারা বলেন, আগামী ১ মে থেকে আমাদের বঙ্গবন্ধু সড়কে বসতে দিতে হবে। রোজা আসছে এ সময়ে যদি আমাদের ব্যবসা করতে দেওয়া না হলে আমরা আন্দোলনে যেতে বাধ্য হব। এতে বাধা এলে প্রতিরোধ গড়ে তোলা হবে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, হকার ইস্যুতে ১৬ জানুয়ারির ঘটনার পর দায়ের মামলার তদন্ত চলছে। আর বঙ্গবন্ধু সড়কে কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads