• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

বাংলাদেশ

মিরপুরের অগ্নিকাণ্ডে শিশুর মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ এপ্রিল ২০১৮

রাজধানীর মিরপুরের এক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় সাত মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ হয়েছেন শিশুটির বাবা-মা। গ্যাস লাইনের ত্রুটি থেকে ওই অগ্নিকাণ্ডের সূচনা বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে মিরপুর ১১ নম্বর সেকশনের চার নম্বর রোডের পাঁচতলা ওই বাড়ির নিচতলার একটি ঘরে এই অাগুন লাগে। বাড়ির কেয়ারটেকার মানিক মিয়া (৩৫) তার স্ত্রী মিনা আক্তার (২২) এবং তাদের সাত মাসের ছেলে তামিমকে নিয়ে নিচতলার ওই ঘরে থাকতেন। অগ্নিকাণ্ডের ঘটনায় শিশু তামিমের মৃত্যু হয়েছে। তার বাবা ও মাকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা আগুন নেভানোর পর তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশু তামিমকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া।

চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, মানিকের শরীরের ৯৫ শতাংশ এবং মিনার ৮০ শতাংশ পুরে গেছে। তাদের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিসের মিরপুরের জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দুল্লাহ আল আরেফিন জানান, গ্যাস লাইনে ত্রুটির কারণে ওই বাসার গ্যাস জমে গিয়েছিল এবং ওই অবস্থার মধ্যে সিগারেট ধরাতে গেলে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করছেন তারা। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads