• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯

‘নেপাল আর্ট ফেয়ার বাংলাদেশ ২০১৮’

সংগৃহীত ছবি

বাংলাদেশ

শুরু হলো ‘নেপাল আর্ট ফেয়ার বাংলাদেশ ২০১৮’

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ মে ২০১৮

বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং নেপাল একাডেমি অব ফাইন আর্টসের যৌথ উদ্যোগে শুরু হয়েছে ‘নেপাল আর্ট ফেয়ার বাংলাদেশ ২০১৮’। সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে নেপাল এবং বাংলাদেশের মধ্যকার সাংস্কৃতিক ও রাজনৈতিক সম্পর্ক আরো জোরদার করতে নেপাল একাডেমি অব ফাইন আর্টস ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে আয়োজন করেছে ‘নেপাল আর্ট ফেয়ার ২০১৮’। গতকাল শুরু হওয়া এ চিত্রকলা প্রদর্শনী চলবে ১৩ মে পর্যন্ত।

বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের দেশ বাংলাদেশ। বাংলাদেশের শিল্পীদের কাজে সাংস্কৃতিক ঐতিহ্য ও আধুনিক ভাবনার প্রেক্ষাপটে প্রকাশ পায় গণমানুষ, প্রকৃতি, মুক্তি সংগ্রাম এবং শহুরে ও গ্রামীণ জীবন। প্রাচীনকাল থেকে বাংলাদেশের বিভিন্ন অংশে বৌদ্ধ আশ্রম ও শিক্ষালয় গড়ে ওঠে। বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনা পাহাড়পুর বৌদ্ধবিহার, মহাস্থানগড় ও শালবন বিহারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রত্ন নিদর্শন তারই উদাহরণ। সেই সময়কাল থেকেই বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশ নেপালের সাংস্কৃতিক সম্পর্ক বিদ্যমান।

নেপালের ৪৭ জন শিল্পীর শিল্পকর্ম প্রদর্শনীর এই আয়োজনে থাকছে নেপালের প্রচলিত ও সমসাময়িক চিত্রশিল্প এবং লোক ও কারুশিল্পের ৫৩টি শিল্পকর্ম। দুই দেশের চারুকলার বিকাশে এই আয়োজনকে সফল করতে নেপাল একাডেমি অব ফাইন আর্টসের চ্যান্সেলর রাগিণী উপাধ্যায়ের নেতৃত্বে নেপালের ১০ জনের একটি প্রতিনিধিদল বাংলাদেশে এই প্রদর্শনীতে উপস্থিত থাকছে। শিল্পকর্ম প্রদর্শনী ছাড়াও দুই দেশের শিল্পীদের অংশগ্রহণে একটি আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads