• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯
একই দিনে সাত সন্তান জন্ম দিলেন দুই মা

একই দিনে সাত সন্তান জন্ম দিলেন দুই মা

সংগৃহীত ছবি

বাংলাদেশ

নবজাতকদের জীবন নিয়ে শঙ্কা

একই দিনে সাত সন্তান জন্ম দিলেন দুই মা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ মে ২০১৮

রাজধানীর ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে একই দিনে দুই মা মোট সাত সন্তানের জন্ম দিয়েছেন। গত সোমবার রাত ১২টার দিকে গাইনি বিভাগের অধ্যাপক ডা. কানিজ ফাতেমার অধীনে সনিয়া আক্তার চারটি ও বিকালে অধ্যাপক ডা. রুমানা শেখের অধীনে সুইটি খাতুন তিন সন্তানের জন্ম দেন। দুই প্রসূতি বর্তমানে পোস্ট অপারেটিভ শয্যায় আছেন।

গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সনিয়া আক্তারের চার নবজাতকের মধ্যে ছেলেশিশু তিন ও মেয়েশিশু একটি। সুইটি খাতুনের তিনটি নবজাতকের মধ্যে মেয়েশিশু দুটি ও ছেলেশিশু একটি। সুইটির নবজাতকরা স্বাভাবিক ও সনিয়ার নবজাতকদের অস্ত্রোপচারের (সিজার) মাধ্যমে জন্ম হয়।

ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. রোজিনা আক্তার জানান, সাত নবজাতকের কেউই শঙ্কামুক্ত নয়। তাদের প্রত্যেকের ওজন স্বাভাবিকের চেয়ে অনেক কম। সনিয়া আক্তারের চার নবজাতকই রক্তে সংক্রমণ ও শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় ভুগছে। ‘নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিট’ বা নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) চিকিৎসাধীন নবজাতকদের কৃত্রিম শ্বাস-প্রশ্বাস (লাইফ সাপোর্ট) দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা চালানো হচ্ছে। নবজাতকদের কেউ আদৌ বাঁচবে কি না তা আগামী ৭২ ঘণ্টার আগে নিশ্চিত করে বলা সম্ভব নয়।

তিনি আরো জানান, নরমাল ডেলিভারির মাধ্যমে সুইটি খাতুনের গর্ভে জন্ম নেওয়া তিন নবজাতকই টেস্টটিউব বেবি। সুইটি খাতুন গর্ভধারণের মাত্র ২৬ সপ্তাহেই মা হয়েছেন। একজন স্বাভাবিক নবজাতকের ওজন আড়াই কেজি হলেও তার দুই সন্তানের ওজন ৯০০ গ্রাম করে ও তৃতীয়টির ওজন ৭০০ গ্রাম। রোজিনা আক্তার বলেন, এর আগেও সুইটি খাতুনের দুটি সন্তান ২৫ সপ্তাহে জন্মগ্রহণ করে মারা যায়।

তবে বেসরকারি এনজিওতে কর্মরত সুইটি খাতুনের স্বামী মাহবুবুর রহমান জানান, তাদের সন্তান টেস্টটিউব পদ্ধতিতে নয়, ভারতীয় এক চিকিৎসকের পরামর্শে ওষুধপত্র খেয়ে স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেছে।

রিলেটেড সংবাদ:

  1. সাগরে সন্তান জন্ম!

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads