• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
চোখ-নাক দিয়ে রক্ত ঝরে নাদিয়ার

চোখ-নাক দিয়ে রক্ত ঝরে নাদিয়ার

সংরক্ষিত ছবি

বাংলাদেশ

চোখ-নাক দিয়ে রক্ত ঝরে নাদিয়ার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ মে ২০১৮

চোখ, মুখ, নাক ও কান দিয়ে রক্ত ঝরা ‘বিরল’ রোগে আক্রান্ত নোয়াখালীর কোম্পানীগঞ্জের কিশোরী নাদিয়া আক্তার (১৬)। কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাদরাসা রোডের গ্যাস কোম্পানির বাড়ির ইমাম উদ্দিনের মেয়ে নাদিয়া বামনী আছিরিয়া সিনিয়র ফাজিল মাদরাসার দশম শ্রেণির ছাত্রী। তাকে গত মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসার দায়িত্বও নিয়েছে তারা।

নাদিয়ার প্রথমে মুখ দিয়ে রক্ত ঝরলেও এখন তার চোখ, কান, নাক দিয়েও রক্ত ঝরছে। তবে নাদিয়া কী রোগে আক্রান্ত, চিকিৎসকরা তা এখনো নিশ্চিত হতে পারেননি। সে হাসপাতালের চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুক্তি রানী মিত্রের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। সংশ্লিষ্ট সব বিভাগের চিকিৎসকরা তার রোগ পর্যালোচনা করে চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করবেন। প্রয়োজনে বিদেশি চিকিৎসকের পরামর্শ নেওয়া হবে।

নাদিয়াকে নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি অনেকের নজরে আসে। এর পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে তার চিকিৎসার যাবতীয় ব্যয় বহনের ঘোষণা আসে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন জানান, নাদিয়ার চিকিৎসার যাবতীয় ব্যয় তারা বহন করবে। তিনি বলেন, নাদিয়ার রোগ শনাক্তে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এরপর তার চিকিৎসার জন্য সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে। ওই বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলবে।

নোয়াখালী প্রতিনিধি জানান, নাদিয়ার বাবা ইমাম উদ্দিন গতকাল রোববার জানান, ২০১৭ সালের নভেম্বর মাসে শুধু তার মুখ দিয়ে রক্ত ঝরা শুরু হয়। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাস থেকে চোখ, নাক এবং কান দিয়ে রক্ত ঝরছে। কয়েকদিন আগে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখানো হয়। পরে চিকিৎসকের পরামর্শে উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সহযোগিতায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। ইমাম উদ্দিন মেয়ের চিকিৎসার জন্য এলাকার জনপ্রতিনিধি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্থানীয় অন্যান্য জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও দানবীরসহ সমাজের সচ্ছল ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন। সাহায্য পাঠাতে ইমাম উদ্দিনের মোবাইল ফোনে (+৮৮০১৮৩৫৯১৫৮৭১) যোগাযোগের অুনরোধ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads