• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯
বোনাসের দাবিতে পোশাককর্মীদের সড়ক অবরোধ

বোনাসের দাবিতে পোশাককর্মীদের সড়ক অবরোধ

সংগৃহীত ছবি

বাংলাদেশ

বোনাসের দাবিতে পোশাককর্মীদের সড়ক অবরোধ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ জুন ২০১৮

রাজধানীর উত্তরায় বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন পোশাককর্মীরা। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে উত্তরার আজমপুর কাঁচাবাজার সংলগ্ন সড়ক অবরোধ করে ফ্যাশন ফ্লাশ লিমিটেডের কর্মীরা। প্রায় ৬-৭শ কর্মী বোনাসের দাবিতে ওই সড়ক অবরোধ করেন।

এ সময় তারা বলেন, আমাদের নিয়োগের সময় বলা হয়েছে দুই ঈদের বোনাস দেওয়া হবে। কিন্তু মালিক এখন শুধু বেতন দিয়েছেন; বোনাস দিতে অস্বীকৃতি জানাচ্ছেন। এজন্য আমরা রাস্তায় নেমেছি। বোনাস না দেওয়া পর্যন্ত রাস্তায় আন্দোলন করে যাওয়ারও ঘোষণা দিয়েছেন পোশাককর্মীরা।

এ সময় পুলিশ এসে মালিকপক্ষের সঙ্গে কথা বলে পরিবেশ স্বাভাবিক রাখার চেষ্টা করে। পুলিশের আশ্বাসে রাস্তা ছেড়ে দিলেও মালিক বোনাস দিতে অস্বীকৃতি জানানোয় আবারো সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads