• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
শুভেচ্ছা বিনিময়ের মধ্যেই কাটলো প্রথম কর্মদিবস

ঈদের প্রথম দিনে অনেকটা ঢিলেঢালাই ছিলো দাফতরিক কর্মকাণ্ড

সংগৃহীত ছবি

বাংলাদেশ

শুভেচ্ছা বিনিময়ের মধ্যেই কাটলো প্রথম কর্মদিবস

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ জুন ২০১৮

শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়েই কেটেছে ঈদের পর প্রথম কর্মদিবসের শুরুটা। এখনও সবাই ছুটি কাটিয়ে কর্মস্থলে যোগ দেন নি। তাই অনেকটা ঢিলেঢালাই ছিলো দাফতরিক কর্মকাণ্ড। উৎসব আমেজের রেশ এখনো বাকি।

আত্মীয় পরিজনদের সঙ্গে সময় কাটালেও কর্মস্থলের সহকর্মীদের সঙ্গে বাকি শুভেচ্ছা বিনিময় পর্ব শেষ করছেন সবাই। তাই অফিসের শুরুতে সবার সঙ্গে সৌহার্দ বিনিময় করেন।

সচিবালয়ে মন্ত্রী, আমলা, কর্মকর্তা কর্মচারীরা ঈদের শুভেচ্ছা বিনিময়ের মধ্যদিয়ে কর্মদিবস শুরু করেছেন। মন্ত্রী ও জনপ্রতিনিধিরা এবারের ঈদ কাটিয়েছেন নিজ নিজ এলাকায়। সবার জন্য নির্বিঘ্ন ঈদ যাত্রার ব্যবস্থা করতে পরে স্বস্তি জানিয়েছেন তারা।

এদিকে, ছুটি কাটিয়ে গ্রাহক, কর্মকর্তা, কর্মচারীরা কুশল বিনিময়ের মধ্যদিয়ে প্রথম কর্মদিবস শুরু হয় মতিঝিলের ব্যাংক পাড়ায়। শুরুর দিন গ্রাহক এবং কর্মকর্তাদের উপস্থিতি ছিল নিয়মিত সময়ের চেয়ে কম। অনেকে বাড়তি ছুটি নেয়ায় প্রথম দিন কর্মস্থলে যোগ দেননি। তবে, ভিড় না থাকার সুযোগে অনেক গ্রাহক প্রয়োজনীয় লেনদেন সেরে নিয়েছেন।

ঈদের রেশ কাটিয়ে দু একদিনের মধ্যেই আবারও স্বাভাবিক হবে ঢাকা। কর্ম ব্যস্ততায় রাজধানী ফিরে পাবে তার চিরচেনা রূপ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads