• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯
প্রশাসনে আরো ৫২ হাজার পদ সৃষ্টির কাজ প্রক্রিয়াধীন

জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম

সংরক্ষিত ছবি

বাংলাদেশ

প্রশাসনে আরো ৫২ হাজার পদ সৃষ্টির কাজ প্রক্রিয়াধীন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ জুন ২০১৮

প্রশাসনকে গতিশীল ও যুগোপযোগী করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে আরো ৫২ হাজার ৭৯টি পদ সৃষ্টির কাজ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

গতকাল রোববার জাতীয় সংসদে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, প্রশাসনকে গতিশীল ও যুগোপযোগী করতে প্রশাসনে নতুন পদ সৃষ্টি একটি ধারাবাহিক প্রক্রিয়া। ২০০৯ সালের মার্চ থেকে চলতি বছরের এ সময় পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার পরিপ্রেক্ষিতে ৬ লাখ ১৩ হাজার ১৫৫টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে।

সৈয়দ আশরাফুল ইসলাম জানান, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের গত ১০ বছরে দেশের বেকার সমস্যা নিরসনকল্পে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দফতর, অধিদফতর ও সংস্থার বিভিন্ন ক্যাটাগরির মোট ৬ লাখ ১১ হাজার ১৮৪টি পদ রাজস্ব খাতে সৃষ্টি হয়েছে।

জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য জাহান আরা বেগম সুরমার লিখিত এ সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এসব পদের মধ্যে পুলিশের ৭৯ হাজার ২৪৯টি এবং বাংলাদেশ সেনাবাহিনীর রামু ও লেবুখালী ডিভিশনের জন্য ২৬ হাজার ৩৯৬টি পদ রয়েছে। বেকার সমস্যা কমাতে সরকারের নেওয়া নানামুখী উদ্যোগের ফলে বর্তমানে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

রিলেটেড সংবাদ:

  1. এক টাকাও পাননি আশরাফুল

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads