• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল

সংরক্ষিত ছবি

বাংলাদেশ

বর্ণিল পুরো ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০১ জুলাই ২০১৮

আজ ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯২১ সালের এদিন প্রতিষ্ঠিত হয়েছিল ‘প্রাচ্যের অক্সফোর্ড’খ্যাত এ বিশ্ববিদ্যালয়। দেশের উচ্চশিক্ষার অন্যতম এ পাদপীঠ গৌরবোজ্জ্বল পথচলায় নিজেকে করেছে তিন যুগের সাক্ষী- ব্রিটিশ, পাকিস্তান ও বাংলাদেশ আমল। যখনই জাতির ক্রান্তিলগ্ন শুরু হয়, তখনই সোচ্চার থেকেছে মুক্তিযুদ্ধের চেতনায় লালিত এ বিদ্যাপীঠ। জ্ঞান, প্রজ্ঞা ও জ্ঞানালোকসমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ব্রত নিয়ে শতবর্ষের পথে এগিয়ে চলেছে এ বিশ্ববিদ্যালয়।

অন্যান্য বছরের মতো এবারো দিনভর বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হবে প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে উচ্চশিক্ষা’। দিবসটি উদযাপনে রঙের ঘনঘটায় বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো ক্যাম্পাস; বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। আজ সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে বিভাগীয় কার্যালয় খোলা থাকবে।

দিবসটি উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অনুষ্ঠানে অংশ নিতে সাবেক শিক্ষার্থীদেরও আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

দিবসটি উদযাপনে সকাল ১০টায় প্রশাসনিক ভবন সংলগ্ন মল চত্বরে দিনব্যাপী কর্মসূচি শুরু হবে; উদ্বোধন করবেন উপাচার্য। উদ্বোধনী অনুষ্ঠানের পর শোভাযাত্রাসহ ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে যাওয়া হবে। বেলা ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে একটি নতুন ওয়েবসাইট খোলা হবে। এ সময় আলোচনা সভাও হবে। এতে সভাপতিত্ব করবেন উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। আলোচনা পর্বে ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে উচ্চশিক্ষা’ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ।

কর্মসূচির মধ্যে আরো আছে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয় ও হলগুলোর পতাকা উত্তোলন, পায়রা ওড়ানো, কেক কাটা, উদ্বোধনী সঙ্গীত পরিবেশন ও স্মারক সঙ্কলনের মোড়ক উন্মোচন। দিনব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে চীনের ইউনান বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হবে। হবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন অনুষদ, বিভাগ, প্রতিষ্ঠান ও হল দিনব্যাপী নিজস্ব কর্মসূচির আয়োজন করবে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯২১ সালের ১ জুলাই একাডেমিক কার্যক্রম শুরু হয়। তিনটি অনুষদ, ১২টি বিভাগ, তিনটি আবাসিক হল, ৬০ জন শিক্ষক ও ৮৭৭ শিক্ষার্থীকে নিয়ে এ বিশ্ববিদ্যালয়ের যাত্রা। বর্তমানে ১৩টি অনুষদ, ৮৪টি বিভাগ, ১২টি ইনস্টিটিউট, ৫৪টি গবেষণা ব্যুরো ও কেন্দ্র, ২০টি আবাসিক হল ও তিনটি হোস্টেল আছে। শিক্ষার্থী ৩৯ হাজার ৪৯৬ জন; শিক্ষক এক হাজার ৯৯৯ জন। প্রতিষ্ঠালগ্নে এ বিশ্ববিদ্যালয়ের ৬০০ একর জমি থাকলেও জমির পরিমাণ অনেক কমে গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads