• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
এবার মসজিদের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকা

মসজিদের দানবাক্স থেকে এবার পাওয়া গেছে ৮৮ লাখ ২৯ হাজার ১৭ টাকা

সংগৃহীত ছবি

বাংলাদেশ

এবার মসজিদের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকা

  • কিশোরগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ জুলাই ২০১৮

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে এবার পাওয়া গেছে ৮৮ লাখ ২৯ হাজার ১৭ টাকা। নগদ টাকা ছাড়াও বিভিন্ন বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গেছে। এর আগে ৩০ মার্চ দান সিন্দুক খোলার পর ৮৪ লাখ ৯২ হাজার টাকা পাওয়া যায়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, গতকাল শনিবার সকালে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে দান সিন্দুকগুলো খোলা হয়। দান সিন্দুক থেকে টাকা বের করে প্রথমে বস্তায় ভরা হয়। এর পর শুরু হয় দিনব্যাপী টাকা গণনা। টাকা গণনায় মসজিদ-মাদরাসার ৬০ জন ছাত্র-শিক্ষক ছাড়াও রূপালী ব্যাংকের কর্মকর্তারা অংশ নেন।

টাকা গণনার কাজ তদারকি করেন কিশোরগঞ্জ কালেক্টরেটের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ। টাকা গণনার কাজ পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসাইনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

জেলা শহরের নরসুন্দা নদীর তীরে এ মসজিদটির অবস্থান। দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত মসজিদটিকে পাগলা মসজিদ ইসলামী কমপ্লেক্স নামকরণ করা হয়েছে। এ মসজিদের আয় দিয়ে কমপ্লেক্সের বিশাল ভবন নির্মাণ করা হয়েছে। এ ছাড়া মসজিদের আয় থেকে বিভিন্ন সেবামূলক খাতে অর্থ সাহায্য করা হয়।

জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. সাঈদ জানান, সবার উপস্থিতিতে আমরা আজ সিন্দুক খুলে গণনার কাজ শেষ করেছি। প্রাপ্ত টাকা রূপালী ব্যাংকে জমা করা হয়েছে। এ ছাড়া এ দিন সিঙ্গাপুরী ডলার, সৌদি রিয়াল, অস্ট্রেলিয়ান ডলার, মালয়েশিয়ান রিংগিতসহ বিভিন্ন স্বর্ণালঙ্কার পাওয়া গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads