• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
জবিতে সাংবাদিকদের উপর ছাত্রলীগের হামলা : আহত ১৫

জবি শাখা ছাত্রলীগের কর্মীরা সমাবেশে অতর্কিত হামলা চালায়

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ

জবিতে সাংবাদিকদের উপর ছাত্রলীগের হামলা : আহত ১৫

  • জবি প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ জুলাই ২০১৮

সারদেশে কোটা সংস্কার আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা ও পুলিশের নির্যাতনের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় সংবাদ সংগ্রহ করতে গেলে ছাত্রলীগের অতর্কিত হামলায় পাঁচ সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত আটজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোটা সংস্কার আন্দোলনে হামলার প্রতিবাদে প্রতিগতিশীল ছাত্রজোট ব্যানারে রোববার দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষীণ করে ভাস্কর্য চত্বরের সামনে সমাবেশ শুরু করে। এ সময় জবি শাখা ছাত্রলীগের কর্মীরা সমাবেশে অতর্কিত হামলা চালায়। হামলায় জবি সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেলের কর্মী অ্যাকাউন্টিং নবম ব্যাচের শিক্ষার্থী রিয়াজ, গণিত বিভাগের ১১ তম ব্যাচের পরাগ, ইতিহাস বিভাগের ১২ তম ব্যাচের নূরে আলম, মনোবিজ্ঞান বিভাগের ১০ম ব্যাচের কামরুল হাসান, রসায়ন বিভাগের ১২ তম ব্যাচের সাইফুল্লাহ্ বিজয়, দর্শন বিভাগের ১২তম ব্যাচের সাজু মিয়া, পদার্থবিজ্ঞান বিভাগের ১২তম ব্যাচের সাইমুম, ১২ তম ব্যাচের সাগর, ১৩ তম ব্যাচের আলিফ, ১০ম ব্যাচের রাশেদ রাসু এবং বহিরাগত রাসিক অংশ নেন।

এসময় সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকেরর উপর উদ্দেশ্য প্রণোদিত ভাবে তারা এ হামলা চালায়। হামলায় ৫ জন সাংবাদিকসহ ১৫ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায়, দৈনিক সমকালের সাংবাদিক লতিফুল ইসলাম, আমার সংবাদের আসলাম অর্ক, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি কিশোর কুমার সরকার, সাধারণ সম্পাদক গোলাম রাব্বি, সাংগাঠনিক সম্পাদক সমিত ভৌমিক, দপ্তর সম্পাদক অনিমেষ রায়, ছাত্র ইউনিয়নের সভাপতি রুহুল আমিন, সদস্য জাহিনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

এছাড়া জবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি সামি সরকার, ইত্তেফাকের আহসান জোবায়ের ও ডেইলি সানের কবির হোসেনকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, সাংবাদিক হিসাবে চেনার পরও ছাত্রলীগ কর্মীরা আমাদের উপর অতর্কিত হামলা করে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রোনিয়া সুলতানা বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসুচি শেষের দিকে ছাত্রলীগ কর্মীরা আমাদের ওপর হামলা চালায়। ছাত্রলীগের হামলায় প্রগতিশীল ঐক্যজোটের ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে। এ বিষয়ে জবি সাংবাদিক সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেয়া হলে প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। জবি ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads