• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
পরিবার পরিকল্পনায় সচেতনতা সৃষ্টির আহ্বান ঢাবি উপাচার্যের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

সংরক্ষিত ছবি

বাংলাদেশ

পরিবার পরিকল্পনায় সচেতনতা সৃষ্টির আহ্বান ঢাবি উপাচার্যের

  • ঢাবি প্রতিনিধি
  • প্রকাশিত ১২ জুলাই ২০১৮

পরিবার পরিকল্পনার বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে গতকাল বুধবার ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে পপুলেশন সায়েন্সেস বিভাগ আয়োজিত ‘ফ্যামিলি প্ল্যানিং ইজ অ্যা হিউম্যান রাইট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আখতারুজ্জামান বলেন, ‘বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর একটি বৃহৎ অংশ পরিবার পরিকল্পনা বিষয়ে অসচেতন। তাদের সচেতন করে তুলতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’ পরিকল্পিত পরিবার গঠনকে মানবাধিকার নিশ্চিত করার পূর্বশর্ত হিসেবে বর্ণনা করে উপাচার্য বলেন, ‘প্রতি মাসে রোহিঙ্গা শরণার্থীদের পরিবারে দুই হাজার শিশুর জন্ম হচ্ছে। এসব শিশুর মানবাধিকার মারাত্মক হুমকির মুখে রয়েছে।’

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহযোগিতায় আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন পপুলেশন সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম ও আইসিডিডিআর,বি’র সাবেক উপনির্বাহী পরিচালক ড. আব্বাস ভূঁইয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। পপুলেশন সায়েন্সেস বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিল্লাল হোসেন আলাদা প্রবন্ধ উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য দেন বিভাগের প্রভাষক শাফায়াত সুলতান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads