• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯
হাজীগঞ্জে রোটারী ক্লাব অব উত্তরা’র কম্পিউটার বিতরণ

চাঁদপুরের হাজীগঞ্জে রোটারী ক্লাব অব উত্তরার উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার সামগ্রী বিতরণ করা হয়

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ

হাজীগঞ্জে রোটারী ক্লাব অব উত্তরা’র কম্পিউটার বিতরণ

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ জুলাই ২০১৮

চাঁদপুরের হাজীগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে রোটারী ক্লাব অব উত্তরা’র উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার ও ট্যাব বিতরণ করা হয়েছে।

শনিবার বিকালে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের মহাপরিচালক ইঞ্জি. মোহাম্মদ হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্পিউটার ও ট্যাব বিতরণ করেন।

রোটারী ক্লাব অব হাজীগঞ্জ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারী ক্লাব উত্তরা’র প্রেসিডেন্ট সুরাইয়া তালুকদার।

ট্যাবপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ, হাজীগঞ্জ মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ, সূচীপাড়া ডিগ্রি কলেজ ও কাকৈরতলা জনতা কলেজ।
কম্পিউটার প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো, পিরোজপুর উচ্চ বিদ্যালয়, কাকৈরতলা ইসলামীয়া আলিম মাদ্রাসা, দেশগাঁও উচ্চ বিদ্যালয়, হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও বানিয়াচোঁ জেবি উচ্চ বিদ্যালয়।

এ সময় অতিথি হিসেবে গর্ন্ধব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নুরুর রহমান বেলাল, পৌর আওয়ামী আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব কাজী কবির আহমেদ, সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ্ মৃধাসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান, প্রতিনিধি ও হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা, পৌর আওয়ামী লীগ, যুবগলীগ, ছাত্রলীগ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads