• মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪২৯
গ্রেফতার শিক্ষার্থীদের ঈদের আগে মুক্তি দাবি

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ

সংরক্ষিত ছবি

বাংলাদেশ

কঠোর আন্দোলনের হুশিয়ারি কোটা সংস্কার আন্দোলনকারীদের

গ্রেফতার শিক্ষার্থীদের ঈদের আগে মুক্তি দাবি

  • ঢাবি প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ আগস্ট ২০১৮

কোটা সংস্কার আন্দোলনের সময় গ্রেফতার শিক্ষার্থীদের আসন্ন কোরবানি ঈদের আগেই মুক্তি দেওয়ার জোরদাবি জানিয়েছে আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। ৩১ আগস্টের মধ্যে কোটা সংস্কারের প্রজ্ঞাপন প্রকাশেরও দাবি জানিয়েছে সংগঠনটি। এ দুই দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা।

গতকাল রোববার দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে আয়োজিত ছাত্র সমাবেশ থেকে কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক বিন ইয়ামিন মোল্লা এসব দাবি তুলে ধরেন। এ সময় সংগঠনের  আহ্বায়ক হাসান আল-মামুন উপস্থিত থাকলেও কোনো বক্তব্য দেননি। কোটা আন্দোলনকারীদের এই সমাবেশ করার কথা ছিল টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে। তারা সেখানে জড়ো হওয়ার চেষ্টা করলে ছাত্রলীগের মহড়ার কারণে তা ভণ্ডুল হয়ে যায়। ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে মৌলবাদবিরোধী সমাবেশ করেন। পরে জাতীয় জাদুঘরের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীরা ১০ থেকে ১৫ মিনিটের জন্য জড়ো হন। সেখানে বক্তব্য দেন বিন ইয়ামিন মোল্লা। তিনি বলেন, গ্রেফতার ছাত্রদের ঈদের আগে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এ ছাড়া তাদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের বিচার ও কোটা সংস্কারের প্রজ্ঞাপন ৩১ আগস্টের মধ্যে প্রকাশ করতে হবে। তা না হলে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়বে। সরকার এই আন্দোলন নিয়ন্ত্রণ করতে পারবে না। তিনি আরো বলেন, আমরা সরকারের প্রতি শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।  এ সময় তিনি ঈদের আগে শিক্ষার্থীদের মুক্তি দেওয়া না হয় তাহলে আন্দোলনকারী সবাইকে কালো পোশাকে ঈদ পালনের আহ্বান জানান। সমাবেশে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। গ্রেফতার রাশেদ খান, রাতুল সরকারের পরিবারের সদস্যরাও সমাবেশে অংশ নেন। তারা নিজেদের স্বজন ও সব বন্দির মুক্তি চান।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads