• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
প্রধানমন্ত্রীকে নিয়ে চলচ্চিত্রের ট্রেলার প্রকাশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সংগৃহীত ছবি

বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে চলচ্চিত্রের ট্রেলার প্রকাশ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ সেপ্টেম্বর ২০১৮

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের ট্রেলার প্রকাশ করা হয়েছে। এই ডকু ড্রামার নাম ‘হাসিনা- এ ডটারস টেল’। চলচ্চিত্রটির ট্রেলার অনলাইনে প্রকাশ হয়। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নিজের ফেসবুকে সিনেমার ট্রেলারটি প্রকাশ করছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

৭০ মিনিটের এই চলচ্চিত্রটি তৈরি করতে সময় লেগেছে দীর্ঘ ৫ বছর। অক্লান্ত প্রচেষ্টার পর এই চলচ্চিত্র নির্মিত হয়।

বার্তা সংস্থা ইউএনবির তথ্যমতে, ‘হাসিনা- এ ডটারস টেল’ প্রযোজনা করেছে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন সিআরআই এবং অ্যাপলবক্স ফিল্মসের প্রতিষ্ঠাতা ও পরিচালক রেজাউর রহমান খান পিপলু।

চলচ্চিত্রটির পরিচালক পিপলু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাটকীয় কিন্তু আন্তরিক ভঙ্গিতে চিত্রায়ন করেছেন বিভিন্ন ভূমিকায়- কখনও বঙ্গবন্ধুর মেয়ে বা কারও বোন, কখনও একজন নেতা বা পুরো দেশের ‘আপা’ হিসেবে এবং সবকিছুর ঊর্ধ্বে তার ব্যক্তিসত্তাকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads