• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯
মতবিরোধ থাকলেও নির্বাচন পরিচালনা করা কঠিন হবে না : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা

সংগৃহীদ ছবি

বাংলাদেশ

মতবিরোধ থাকলেও নির্বাচন পরিচালনা করা কঠিন হবে না : সিইসি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৬ অক্টোবর ২০১৮

সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কমিশনে মতবিরোধ থাকলেও জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করতে কোনো কঠিন অবস্থার মুখে পড়তে হবে না বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

আজ মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

গতকাল নির্বাচন কমিশনের বৈঠকে কমিশনার মাহবুব তালুকদারকে কথা বলতে দেওয়া হয়নি, তার বাকস্বাধীনতা হরণ করা হয়েছে- এ অভিযোগের বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলেও সিইসি কোনো মন্তব্য করেনি।

এর আগে, নির্বাচনের প্রস্তুতি নিয়ে ইসির মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। এ বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, ভোটার তালিকা, ভোটকেন্দ্রসহ তিন–চারটি বিষয়ে তারা কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, সার্বিকভাবে পরিস্থিতি সন্তোষজনক। কোথায়, কীভাবে নির্বাচনসামগ্রী নেওয়া হবে, সে বিষয়ে আলোচনা হয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলেছেন, স্থানীয় পুলিশ ও প্রশাসনের সহযোগিতা তারা পাচ্ছেন।

নির্বাচন কমিশনের গতকালকের বৈঠকে নিজের প্রস্তাবনা উপস্থাপন করতে না পারায় নোট অব ডিসেন্ট দিয়ে বর্জন করে নিজের রুমে চলে যান কমিশনার মাহবুব তালুকদার।

পরে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে ইসি মাহবুব তালুকদার বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশীদারিত্বমূলক ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে কতিপয় প্রস্তাবনা শিরোনামে আমি যা আলোচনা করতে চেয়েছিলাম, আমাকে নির্বাচন কমিশন সভায় তা উপস্থাপন করতে দেওয়া হয়নি।

মাহবুব তালুকদার বলেন, গত ৮ অক্টোবর ইসি সচিবালয় থেকে ইউও নোটের মাধ্যমে আমাকে আজকের (গতকাল) সভায় তা উপস্থাপনার অনুরোধ জানানো হয়েছিল। আমাকে আমার প্রস্তাবনা উপস্থাপন করতে বলে তা না দেওয়ায় আমি অপমানিত বোধ করেছি।

তিনি বলেন, বাক প্রকাশের স্বাধীনতা ও ভাব প্রকাশের স্বাধীনতা সংবিধানপ্রদত্ত আমার মৌলিক অধিকার। নির্বাচন কমিশন কোনোভাবেই আমার এই অধিকার খর্ব করতে পারে না। এমতাবস্থায় অনন্যোপায় হয়ে আমি নির্বাচন কমিশনের এ রকম সিদ্ধান্তের বিরুদ্ধে নোট অব ডিসেন্ট দিয়েছি এবং এর প্রতিবাদস্বরূপ নির্বাচন কমিশনের সভা বর্জন করেছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads