• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
রংপুরের উন্নয়নে সহযাত্রী হবে ‘বাংলাদেশের খবর’

বাংলাদেশের খবরের প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ

রংপুরের উন্নয়নে সহযাত্রী হবে ‘বাংলাদেশের খবর’

  • রংপুর ব্যুরো
  • প্রকাশিত ২৯ অক্টোবর ২০১৮

রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, গণমানুষের প্রত্যাশা পূরণ করবে ‘বাংলাদেশের খবর’। গণমানুষের পত্রিকা হবে বাংলাদেশের খবর। দেশের উন্নয়নে বাংলাদেশের খবর বড় ভূমিকা রাখবে বলেও আশা করি। তিনি বলেন, সমাজের অসঙ্গতিগুলো তুলে এনে সময়ের চাহিদা পূরণ করবে বাংলাদেশের খবর। দেশকে এগিয়ে নিতে, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকদের কাজ করতে হবে। বাংলাদেশের খবরের সাংবাদিকরা পাঠকের চাহিদা পূরণে সে কাজটি করবেন। তিনি বলেন, সাংবাদিকতা পেশা হচ্ছে একটি মহান পেশা। সেই সঙ্গে আছে ঝুঁকিও। ঝুঁকির মধ্যেও সাংবাদিকদের সাহস নিয়ে নিজ নিজ কাজে এগিয়ে যেতে হবে। দেশকে এগিয়ে নিতে হবে, সমাজকে এগিয়ে নিতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, রংপুর এখনো সব ক্ষেত্রে পিছিয়ে আছে। আমরা এখনো যদি বিভিন্ন সিটি করপোরেশনের দিকে লক্ষ করি তাহলে দেখা যায়, সব সিটি করপোরেশনের চেয়ে আমাদের রংপুর সিটির বরাদ্দ কম। সে সিটির কীভাবে উন্নয়ন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে মেয়র বলেন, আমি দায়িত্বে আসার তিন মাসের মধ্যে প্রধানমন্ত্রীর কাছ থেকে ২১০ কোটি টাকা বরাদ্দ এনেছি। প্রধানমন্ত্রী আন্তরিক। তিনি উন্নয়ন চান। কাজ করতে চান। আমরা প্রধানমন্ত্রীর উন্নয়নের সহযাত্রী হতে চাই। আমি প্রত্যাশা করি, সে ক্ষেত্রে ‘বাংলাদেশের খবর’ আমাদের সহযাত্রী হবে। বাংলাদেশের খবরের পাঠকপ্রিয়তা এবং সমৃদ্ধি কামনা করি।

গতকাল রোববার ‘বাংলাদেশের খবর’ রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

রাসিক মেয়র বলেন, দেশকে এগিয়ে নিতে হলে সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা দিতে হবে। গুরুত্ব দিতে হবে সাংবাদিকদের নিরাপত্তায়। সাংবাদিকদের কণ্ঠ যদি স্তব্ধ হয়ে যায় তাহলে ভবিষ্যতে আর কেউ সংবাদ লিখবে না। সাংবাদিকতা করবে না। যারা দেশকে এগিয়ে নিতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করছেন তাদের নিরাপত্তার বিষয়টা সরকারকে গুরুত্বসহকারে দেখতে হবে। এ সময় তিনি সাংবাদিকদের আরো দক্ষ হওয়ার আহ্বান জানান।

‘বাংলাদেশের খবর’ সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ, রংপুর মাহিগঞ্জ কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ আখতারুজ্জামান সাজু, সুমি গ্রুপের চেয়ারম্যান আলহাজ তানবীর হোসেন আশরাফি, হোটেল সিটি ভিউ’র ব্যবস্থাপনা পরিচালক সাহেদুজ্জামান। বক্তব্য দেন বাংলাদেশের খবরের হেড অব মার্কেটিং সাজ্জাদ হোসেন চিশতী, মফস্বল কো-অর্ডিনেটর মিজানুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন রংপুর ব্যুরো প্রধান রফিকুল ইসলাম।

আজিজুল ইসলাম ভূঁইয়া বলেন, সাংবাদিকদের কাজ সত্যকে বের করে আনা। এর জন্য পরিশ্রম করতে হবে। সত্য বের করে আনার মনমানসিকতা রাখতে হবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে। রঙচঙ সাংবাদিকতা আমি পছন্দ করি না; আমরা রঙচঙ সাংবাদিকতা করতে দেব না। মুক্তিযুদ্ধের চেতনায় আমরা আপসহীন। মুক্তিযুদ্ধের পক্ষে আমরা লিখব। তিনি বলেন, দেশ স্বাধীন করেছি আমরা। দুঃখজনক হলেও সত্য, অন্য দেশের খেলা যখন শুরু হয় আমাদের বাঙালিরা অন্য দেশের পতাকা টানিয়ে রাখে; আর আমাদের দেশের খেলা হলে পতাকা দেখা যায় না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিটি ঘরে ঘরে, আমরা আমাদের দেশের পতাকা পৌঁছাব। তাই দেশের মানুষকে জাতীয় দিবসগুলোতে পতাকা উত্তোলন করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, ৩০ লাখ শহীদের স্মৃতি অম্লান করে রাখার জন্য সারা দেশে আমরা ৩০ লাখ বটবৃক্ষের চারা রোপণ করব। তার নাম হবে মুক্তিবৃক্ষ। আজিজুল ইসলাম ভূঁইয়া বলেন, আমরা দেশের কথা বলব, দশের কথা বলব। ভালো সংবাদকে আমরা সংবাদ বলব। খারাপ সংবাদ ছাপব না। আমরা ভালো সংবাদ ছাপব। বাংলাদেশের খবর আমরা জেলা, উপজেলা, ইউনিয়ন এবং গ্রাম পর্যন্ত পৌঁছাতে চাই। অনেকে বলে, প্রিন্ট পত্রিকা নাকি এখন আর চলে না; এটা আমরা ভুল প্রমাণিত করব। তিনি বলেন, প্রিন্ট পত্রিকাই এ দেশে বেঁচে থাকবে।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ বাংলাদেশের খবরের প্রশংসা করে বলেন, পুলিশ সাংবাদিক একই। পুলিশ যেমন কোনো ঘটনার তদন্ত করেন তেমনি সাংবাদিকরাও কোনো একটি বিষয় ঘটনাকে তদন্ত করে সঠিক এবং বস্তুনিষ্ঠতা বের করে আনেন। একে অপরের মধ্যে সুসম্পর্ক থাকলে, একসঙ্গে কাজ করলে দেশের আরো উন্নয়ন হবে। অপরাধীরা সহজেই অপরাধ করতে পারবে না। তিনি বলেন, ক্রাইম রিপোর্টের সঙ্গে উন্নয়নমূলক রিপোর্টও করতে হবে।

শিক্ষাবিদ আখতারুজ্জামান সাজু বলেন, সাংবাদিকরা দেশ ও জাতিকে দুর্নীতিমুক্ত করে তাদের লেখনীর মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। জাতীয় স্বার্থে হলুদ সাংবাদিকতা বাদ দিতে হবে। তিনি বলেন, আমি বাংলাদেশের খবর পত্রিকার একজন নিয়মিত পাঠক। এই পত্রিকার খবর আমাকে মুগ্ধ করে।

আলহাজ তানবীর হোসেন আশরাফি বলেন, বাংলাদেশের খবর রংপুরের অবহেলার চিত্র, সন্ত্রাস ও দুর্নীতির চিত্র তুলে ধরবে। সাহেদুজ্জামান বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান।

বাংলাদেশের খবরের হেড অব মার্কেটিং সাজ্জাদ হোসেন চিশতী বলেন, দেশে যখন একটার পর একটা পত্রিকা বন্ধ হচ্ছে তখন মাগুরা গ্রুপ বাজারে তিনটি পত্রিকা নিয়ে এসেছে। এর মধ্যে বাংলাদেশের খবর শীর্ষস্থানীয় পত্রিকায় পরিণত হয়েছে।

সম্মেলনে আরো বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা প্রতিনিধি রেজাউল করিম, দিনাজপুর প্রতিনিধি শাহাদাত হোসেন, গাইবান্ধা প্রতিনিধি আবদুল হান্নান আকন্দ, লালমনিরহাট প্রতিনিধি এস কে শাহেদ, পঞ্চগড় প্রতিনিধি শাহজাহান আলী সোহল, ঠাকুরগাঁও প্রতিনিধি হারুনুর রশীদ। এ ছাড়া বিভিন্ন উপজেলার প্রতিনিধিরাও বক্তব্য দেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads