• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
টেকনাফে ২৪ ঘণ্টার ব্যবধানে ৩ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

সংগৃহীত ছবি

বাংলাদেশ

টেকনাফে ২৪ ঘণ্টার ব্যবধানে ৩ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

  • টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ জানুয়ারি ২০১৯

টেকনাফ মেরিন ড্রাইভ বীচ এলাকা থেকে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ৩ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজন কলেজ শিক্ষার্থী বাকী দুইজন রোহিঙ্গা।

গতকাল শুক্রবার টেকনাফ শামলাপুর বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া বীচ সংলগ্ন এলাকা থেকে ২২ বছর বয়সী সাজ্জাদ হোসেন ইমরান নামের কলেজ ছাত্রের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। সে  চট্টগ্রাম কলেজের সম্মান ১ম বর্ষের শিক্ষার্থী। লোহাগাড়া পশ্চিম আমিরাবাদ এলাকার কামাল উদ্দিনের ছেলে।

এদিকে নিহত সাজ্জাদের স্বজনরা জানান, গত  ২ জানুয়ারী সে কক্সবাজার আসবে বলে বাড়ি হতে বেরিয়ে আসে। শুক্রবার সকাল ১১টার দিকে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্র কর্মকর্তা নিহত সাজ্জাদের বাবা কামালের নিকট ফোনের পর অনলাইন নিউজ পোর্টালে ছবি দেখার পর ঘটনাস্থলে এসে তার মৃতদেহ শনাক্ত করে।  তার শরীরের বিভিন্ন অংশে পাঁচটি বুলেটের আঘাত রয়েছে।

এ বিষয়ে বাহারছড়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন,ময়না তদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত যুবকের পেটের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে ৪টি ছোট পোটলা। ঐ পোটলাগুলো খুলে গণনা করে  ২০০ পিছ ইয়াবা পাওয়া যায়।  এই ঘটনায় একটি হত্যা মামলা করা হবে।

এদিকে আজ শনিবার সকালে টেকনাফ সদর ইউনিয়ন মিঠাপানিরছড়া মেরিন ড্রাইভ বীচ সংলগ্ন এলাকা থেকে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ।

পুলিশের ধারণা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে এলাকার চিহ্নিত মাদকপাচারকারীরা।  তাদের দাবী মাদকের টাকা ভাগবাটোয়ারা করার সময় দুই গ্রুপের সংগর্ষে তারা নিহত হয়েছে।

উদ্ধারকৃত মৃতদেহ ২টি উনছিপ্রাং পুটিবনিয়া ক্যাম্পের ডি-১ ব্লকে বসবাস করত। তারা মিয়ানমার খোয়ার বিলের বাসিন্দা মৃত আবুল কাশেমের পুত্র খাইরুল আমিন (৩৫) ও হাবিবুর রহমানের পুত্র আব্দুল্লাহ (৪০) বলে জানা যায়।

এব্যপারে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, গুলিবিদ্ধ মৃতদেহ ২টি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, নিহত এই দুই যুবক উনছিপ্রাং ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গা। অত্র এলাকার মাদককারবারীদের সঙ্গে তারা সক্রিয় ভাবে জড়িত ছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads