• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯
৫ম বর্ষে দৈনিক পার্বত্য চট্টগ্রাম

ছবি : সংগৃহীত

বাংলাদেশ

৫ম বর্ষে দৈনিক পার্বত্য চট্টগ্রাম

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ ফেব্রুয়ারি ২০১৯

পার্বত্য জনপদের পাঠকপ্রিয় ‘দৈনিক পার্বত্য চট্টগ্রাম’ এর চতুর্থ বর্ষপূতি আজ। এর মধ্য দিয়ে দৈনিকটি সাহসী অভিযাত্রার ৫ম বর্ষে পর্দাপন করবে মঙ্গলবার। এক ঝাঁক মেধাবী কলম সৈনিকের নিরলস প্রচেষ্টায় সত্য প্রকাশ করে পার্বত্য অঞ্চলের মানুষের অন্তর জয় করে নিয়েছে পত্রিকাটি। বস্তুনিষ্ঠতা রক্ষায় ‘দৈনিক পার্বত্য চট্টগ্রাম’ আপোস করেনি অন্যায়, অবিচার আর শক্তিধর গডফাদারদের সঙ্গে। নিষ্ঠা, বিচক্ষণতা, বুদ্ধিমত্তা আর সততায় ‘দৈনিকটি এখন সমাজের দর্পণ হয়ে উঠেছে। পাহাড়ের মানুষের সুখ-দুঃখ, সাফল্য, সম্ভাবনাসহ এ অঞ্চলের উন্নয়নেও অনবদ্য ভূমিকা রাখছে দৈনিকটি। এ ছাড়া মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন, সম্প্রীতি সুরক্ষা, ও জঙ্গিবাদের বিরুদ্ধেও পত্রিকাটির ভূমিকা প্রশংসনীয়।

অত্যন্ত সুনামের সঙ্গে চারটি বছর পেরিয়ে আসা শুধু ‘দৈনিক পার্বত্য চট্টগ্রাম’ এর কর্ণধার ও কর্মীদের কৃতিত্ব নয়। এর পেছনে পাঠকদেরও কৃতিত্ব রয়েছে। তাই আস্থা-ভালবাসা আর বিশ্বাসের প্রতিচ্ছবি হয়ে ওঠা দৈনিকটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অগনিত পাঠক ও শুভানুধ্যায়ীকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানিয়েছেন কীর্তিমান সম্পাদক ফজলে এলাহী।

সাহসী অভিযাত্রার চতুর্থ বর্ষপূর্তিতে মুগ্ধতার এই দিনটিকে স্বরণীয় করে রাখতে নানা কর্মসূচি হাতে নিয়েছে কর্তৃপক্ষ।১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল চারটায় রাঙ্গামাটি শহরের পৌর মার্কেটে পত্রিকাটির প্রধান কার্যালয়ে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়েছে। এই আয়োজনের সঙ্গী হতে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে শুভাকাঙ্খীদের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads