• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯
গণমাধ্যমকর্মীদের বৈশাখী ভাতা দিতে ডিইউজের অনুরোধ

ডিইউজের লোগো

সংগৃহীত ছবি

বাংলাদেশ

গণমাধ্যমকর্মীদের বৈশাখী ভাতা দিতে ডিইউজের অনুরোধ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৯ এপ্রিল ২০১৯

আসন্ন বাংলা নববর্ষ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের বৈশাখী ভাতা দিতে গণমাধ্যম কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে। ডিইউজের সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এক চিঠিতে এ অনুরোধ জানান।

সম্পাদক ও প্রকাশকদের উদ্দেশে লেখা ওই চিঠিতে ডিইউজের দুই নেতা বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ও ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানে বৈশাখী ভাতা দেওয়ার জন্য ইতঃপূর্বে নির্দেশনা দিয়েছেন। এরই প্রেক্ষিতে দেশের বিভিন্ন সংবাদপত্র, বার্তা সংস্থা, টেলিভিশন চ্যানেল ও অনলাইন সংবাদমাধ্যমে কর্মরতদের ১৪২৩, ১৪২৪ ও ১৪২৫ বঙ্গাব্দে বৈশাখী ভাতা দেওয়া হয়েছিল।

সাংবাদিক নেতাদ্বয় বলেন, প্রধানমন্ত্রীর সে নির্দেশনা মোতাবেক ১৪২৬ বঙ্গাব্দের বৈশাখী ভাতা হিসেবে আপনার প্রতিষ্ঠানে কর্মরতদের চলতি বছরের মার্চ মাসের বেতন-ভাতার সঙ্গে অথবা আলাদাভাবে মূল বেতনের ২০ শতাংশ দেওয়ার জন্য অনুরোধ করা হলো। বিজ্ঞপ্তি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads