• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯
কাদা-পানি মাড়িয়ে পথ চলতে হয় শিক্ষার্থীসহ ৭ গ্রামবাসীর

সংগৃহীত ছবি

বাংলাদেশ

কাদা-পানি মাড়িয়ে পথ চলতে হয় শিক্ষার্থীসহ ৭ গ্রামবাসীর

  • সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ জুলাই ২০১৯

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মালিপাড়া থেকে বশিরগাঁও সড়কে কাদা পানি মাড়িয়ে পথ চলতে হয় ওই এলাকার ৭ গ্রামবাসীসহ স্কুল শিক্ষার্থীদের। সামান্য বৃষ্টি হলেই হলেই চলতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় স্কুল শিক্ষার্থী ও বয়স্কদের।

দীর্ঘদিন ধরে সড়কটি পাকা করার জন্য দাবি জানিয়েছেন এলাকাবাসী। ওই সড়কের একাংশ ইট বিছানো থাকলেও বেশিরভাগ অংশই কাঁচা রয়ে গেছে।

জানা যায়, উপজেলার মালিপাড়া থেকে বশিরগাঁও সড়কে বশিরগাঁও, মিরেরবাগ, মালিপাড়া, জামপুর, মাঝেরচর, প্রভাকরদী, কাঠারাবো গ্রামের প্রায় ৪-৫ হাজার লোক চলাচল করে। এ সড়কটি কাচা থাকার কারণে চলাচলে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সড়কে চলতে গিয়ে সম্প্রতি কাদা পানিতে আঁছড়ে পড়ে শিক্ষার্থীসহ ১০জন আহত হয়েছে। এ সড়ক দিয়ে এলাকাবাসীর কষ্ট করে বশিরগাঁও কবরস্থানের লাশ দাফনের জন্য নিয়ে যেতে হয়। এ সড়কটি সংস্কার করে পাকাকরণের জন্য দাবী জানিয়েছেন এলাকাবাসী।

সরেজমিন ওই সড়কে গিয়ে দেখা যায়, এ সড়কের পাশে বশিরগাঁও ঈদগাহ ও করবস্থান রয়েছে। শিক্ষার্থীরা এ সড়ক দিয়ে স্কুলে যাচ্ছে। অনেক স্থানে বৃষ্টির পানি জমে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।

বশিরগাঁও গ্রামের কামরুল ইসলাম ও আমেনা বেগম জানান, এ সড়ক দিয়ে ৭ গ্রামের ৫ থেকে ৬ হাজার  লোকজন চলাচল করে। এ সড়কটি মেরামত করে পাকা করলে এ এলাকার লোকজনের দুর্ভোগ লাঘব হবে। দ্রুত এ সড়কটি পাকা করে এলাকার লোকজনের উপকার করার জন্য কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়েছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুল ইসলাম বলেন, সড়কটি পরিদর্শন করে প্রকল্পের মাধ্যমে সড়কটি সংস্কার করার ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads