• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
শ্যামলী পরিবহনের বাস চাপায় প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

প্রতীকী ছবি

বাংলাদেশ

শ্যামলী পরিবহনের বাস চাপায় প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ সেপ্টেম্বর ২০১৯

কুমিল্লার সদর দক্ষিণে শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত তিন মোটরসাইকেল আরোহী হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকার সানন্দা গ্রামের বাসিন্দা মো. সাদেক হোসেনের ছেলে কাজল, একই এলাকার লালমতি গ্রামের হুমায়ন কবিরের ছেলে স্বজল এবং একই গ্রামের শাহীন। শাহীনের বাবার নাম জানা যায়নি।

কুমিল্লা সদর দক্ষিণ থানার পরিদর্শক তদন্ত কমল কৃষ্ণ ধর জানায়, সদর দক্ষিণ উপজেলা থেকে প্রয়োজনীয় কাজ শেষে স্বজল, কাজল এবং শাহীন মোটরসাইকেলে করে উপজেলার পদুয়ার বাজার এলাকায় আসছিল। ঠিক তখন হাইওয়ের পাশে অবস্থিত হোটেল নূর জাহান থেকে রং সাইডে দিয়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস ইউ টার্ন নিতে গিয়ে ওই তিন মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়।

গুরুতর অবস্থায় স্থানীয়রা তিন মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে।

তিনি জানান, তিন মোটরসাইকেল আরোহীর মরদেহ মর্গে রয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত বাস এবং মোটরসাইকেল উদ্ধার করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads