• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
শ্রীপুরে একদিনে ২৯ জনের করোনা শনাক্ত

প্রতিনিধির পাঠানো ছবি

বাংলাদেশ

শ্রীপুরে একদিনে ২৯ জনের করোনা শনাক্ত

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ জুন ২০২০

গাজীপুরের শ্রীপুরে গত ২৪ ঘণ্টায় ২৯ জনের শরীরে নোভেল করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। উপজেলাটিতে একদিনে সর্বোচ্চ শনাক্তের রের্কড এটি। এর আগে এক দিনে সর্বোচ্চ ২৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। এ নিয়ে দেড়শ ছাড়াল রোগীর সংখ্যা।মোট ১৫২ জন করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে এ উপজেলায় । নতুন আক্রান্তরা সবাই হোমআইসোলেশনে থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 
   
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছে, এ পর্যন্ত ১৫৭৬ জন রোগীর নমুনা (স্যাম্পল) সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ১৫২ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। গত ২ এপ্রিল প্রথম নমুনা সংগ্রহ করা হয়। পরে ১৩ এপ্রিল একজন পুরুষের পজেটিভ রিপোর্ট আসে। হাসপাতালে চিকিৎসা শেষে ২৩ জন ছাড়পত্র নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

নমুনা সংগ্রহকারী (সিএইচসিপি) জহিরুল ইসলাম জানান, আজও নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপন করা বুথে নিয়মিত করোনা স্যাম্পল সংগ্রহ করা হয়। তিনি বলেন, দিন দিন নমুনা দেওয়া মানুষের ভিড় বাড়ছে। একটি বুথে নমুনা সংগ্রহ কষ্টকর হয়ে পড়েছে। লম্বা লাইনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে নমুনা দিচ্ছে করোনা সন্দেহ ভাজনরা। জনবল সংকটেও রয়েছি আমরা।  

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও)  ডা. ফাতেহ আকরাম দোলন জানান, গত ২ জুন তারিখের নমুনার রিপোর্টে আজ ২৯ জনের করোনা পজেটিভ সংক্রমণ ধরা পরে।  ৯১ জনের  নমুনার মধ্যে ২৯ জন শনাক্ত হলো পজেটিভ। এটাই সর্বোচ্চ শনাক্ত করোনা রোগী একদিনের নমুনায়।

তিনি বলেন,  শনাক্ত সবাইকে হোম আইসোলেসনে রাখা হয়েছে। এখন ১৫২ জন করোনা পজেটিভ রোগী এ উপজেলায়। যার মধ্যে ৫ জন রোগী বাইরে  থেকে শনাক্ত হয়ে এসেছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads