• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
কনাফে ইয়াবা লেনদেন নিয়ে 'গোলাগুলিতে' নিহত ৪

প্রতীকী ছবি

বাংলাদেশ

টেকনাফে ইয়াবা লেনদেন নিয়ে 'গোলাগুলিতে' নিহত ৪

  • টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ জুলাই ২০২০

কক্সবাজারের টেকনাফে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে ইয়াবা লেনদেনকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় ৪ জন নিহত হয়েছে। সোমবার দিবাগত রাতে টেকনাফের হোয়াইক্যং পূর্ব সাতঘড়িয়া পাড়া থেকে লাশগুলো উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ বলছে, নিহতরা মাদক ব্যবসায়ী ছিলেন। নিজেদের মধ্যে ইয়াবাকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় তারা মারা যান। ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা, দুটি এলজি এবং গুলি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- হোয়াইক্যং সাতঘরিয়া এলাকার মো. ইসমাইল (২৫), আনোয়ার হোসেন (২২), খারাংখালী এলাকার মো. নাছির (২৩) এবং পূর্ব মহেশখালীয়া পাড়ার মো. আনোয়ার(২৪)। এদের মধ্যে কোন রোহিঙ্গা নাগরিক রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, ওই ইয়াবাকারবারীরা মিয়ানমার থেকে ইয়াবার চালান এনে টেকনাফের হোয়াইক্যং খারাংখালি সীমান্তে মজুদ রাখে। এসময়  ইয়াবার লেনদেন নিয়ে তাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে ইয়াবা কারবারীরা পুলিকেও লক্ষ্য করে গুলি করে। পরে আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি করলে পরিস্থিতি শান্ত হয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ ওই ৪ ব্যক্তিকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, দুটি এলজি এবং গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সরকার জিরো টলারেন্স নীতিতে মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads