• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জৈষ্ঠ ১৪২৮
কলমাকান্দায় 'শেষ বিকেলের পত্র' বইয়ের মোড়ক উন্মোচন

প্রতিনিধির পাঠানো ছবি

বাংলাদেশ

কলমাকান্দায় 'শেষ বিকেলের পত্র' বইয়ের মোড়ক উন্মোচন

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ ফেব্রুয়ারি ২০২১

কবি শাহান শাহ্'র প্রথম কাব্য গ্রন্থ ‘শেষ বিকেলের পত্র’ শীর্ষক প্রথম কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। এ কাব্যগ্রন্থে লেখকের রোমান্টিক ৫৬টি কবিতা রয়েছে। বইটি বাংলায় প্রকাশিত।

আজ বুধবার বিকালে কলমাকান্দা উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে লেখক ও সাহিত্যক  বীর মুক্তিযোদ্ধা মনজুরুল হক তারার সভাপতিত্বে উদ্বোধক হিসেবে অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মো. সোহেল রানা ও  প্রধান অতিথি হিসেবে ছিলেন কলমাকান্দা সরকারি কলেজের অধ্যক্ষ সুকুমার চন্দ্র বণিক ।

এসময় সাংস্কৃতিক ব্যক্তিত্ব অঞ্জন সরকার বাবন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কলমাকান্দা প্রেসক্লাবের সাধারণ  সম্পাদক ফখরুল আলম খসরু, শিক্ষা অনুরাগী পলাশ কান্তি বিশ্বাস ও শুভেচ্ছা বক্তব্য রাখেন বইটির লেখক শাহান শাহ্'।

এসময় বক্তারা বলেন সাংস্কৃতিক চর্চা  বৃদ্ধির মধ্যে দিয়ে সমাজকে সুন্দর করতে হবে। কবিতা হোক সকল মত প্রকাশের হাতিয়ার।

মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে কবিতা আবৃত্তি করেন  কবি  আব্দুল্লাহ হক, কবি অনিন্দ্য জসিম ও বকুল মাষ্টার।

এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে নেত্রকোণা ও পাশ্ববর্তী সুনামগঞ্জ জেলার লেখক, গবেষক ও ছড়াকাররা, সুশীল সমাজ ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads