• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জৈষ্ঠ ১৪২৯

বাংলাদেশ

চলাফেরা সীমিত ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৮ মার্চ ২০২১

দেশে করোনা ভাইরাসে ফের মৃত্যু ও আক্রান্তের হার বেড়েছে। তাই সংক্রামণ এড়াতে দেশবাসীকে সভা-সমাবেশ, বাইরে চলাফেরা ও বেড়ানো সীমিত করার জন্য আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় স্বাস্থ্য খাতের প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা মহামারি মোকাবিলায় স্বাস্থ্যখাতকে অনেক এগিয়ে নেয়া হয়েছে। আমরা চেষ্টা করছি সংক্রমণ কীভাবে কমানো যায়, সে বিষয়ে বিশেষ নজরদারি চলছে।

সংক্রমণ কমাতে সরকার বদ্ধপরিকর জানিয়ে জাহিদ মালেক বলেন, করোনা মোকাবিলায় সব ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার। করোনার সংক্রমণ যেনও বৃদ্ধি না পায় সে লক্ষ্যেই নিরলস পরিশ্রম করে যাচ্ছে সরকার।

তিনি বলেন, বিয়ের অনুষ্ঠানেও মানুষ মাস্ক ব্যবহার করছে না। কক্সবাজার বান্দরবানে গেল ১৫ দিনে ২০ লাখ লোক মাস্ক ছাড়া ঘুরে বেড়িয়েছে। যার ফলে সংক্রমণ বেড়েছে।

মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী করোনায় এখন পর্যন্ত প্রায় ৩০ লাখ মানুষ মারা গেছেন। আক্রান্ত হয়েছেন কয়েক কোটি মানুষ।বাংলাদেশে আবারও করোনায় মৃত্যু ও আক্রান্ত বেড়ে গেছে। সবার উচিত স্বাস্থ্যবিধি মেনে চলাচল করা। স্বাস্থ্যবিধি মানলে করোনা কমে আসবে।

লকডাউন প্রশ্নে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেলে চললে লকডাউন প্রয়োজন হবে না। তবে কিছু পরামর্শ সরকারকে আমরা দিয়েছি। আমরা নয়, লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads